Main Menu

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে SWE Innovators Forum এর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের নিজস্ব প্ল্যাটফর্ম SWE Innovators Forum এর ২০২৫ সালের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। বর্ণাঢ্য শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫১ সদস্যের নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করে।

সংগঠনের নিয়মানুসারে বিদায়ী জেনারেল সেক্রেটারি তানভির মাহমুদ অভি নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি মো. শাকিল তালুকদারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ ও ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- প্রেসিডেন্ট- ফুয়াদ আহমেদ, ভাইস প্রেসিডেন্ট- জাহিদুল আলম খান শাওন, ট্রেজারার- ওয়াদিয়া ইকবাল চৌধুরী, জেনারেল সেক্রেটারি- মো. শাকিল তালুকদার, জয়েন্ট সেক্রেটারি- মাহফুজ হুসেইন নাদিম, অর্গানাইজিং সেক্রেটারি- মাহবুব খন্দকার, প্রেস সেক্রেটারি- মিদাদ খান, পাবলিক রিলেশনশিপ সেক্রেটারি- দেওয়ান মাহিন চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি- মোহাম্মদ ফারদিন হোসেন, মো. মুশফিকুর রহমান, রিসোর্স ম্যানেজার- মো. নাহি উদ্দিন লস্কর, এডিশনাল রিসোর্স ম্যানেজার- রেদওয়ান রহমান, এডিশনাল প্রেস সেক্রেটারি- ইশরাক সালেহ চৌধুরী, প্রমি দেব, নওফাত হায়দার চৌধুরী, মো. আবু ইমতিয়াজ, কালচারাল সেক্রেটারি- অর্পিতা সাহা, এডিশনাল কালচারাল সেক্রেটারি- সুচনা রাণী দাস, ফাহমিদা চৌধুরী তামান্না, ফাইজা আক্তার বর্ষা, সুদীপ সিনহা রথী, স্পোর্টস সেক্রেটারি- আসজাদ আহমেদ আফরাহিম, এডিশনাল স্পোর্টস সেক্রেটারি- গওহার মুজাম্মেল হক, মো. মুতাহার মাহমুদ চৌধুরী, আনোয়ার ইসলাম সাইদ, কো-কারিকুলার সেক্রেটারি- কাজী আবদুল হালিম, এডিশনাল কো-কারিকুলার সেক্রেটারি- মাহেদী হাসান, ইশফাক আকবর নাহিয়ান, নাইম সারওয়ার চৌধুরী, স্টুডেন্ট সেক্রেটারি- আরিফুন নবী চৌধুরী, প্রিয়ান্ত চন্দ্র দে, মো. মোরসালিন রাজ, শাফায়াত হুসাইন আরমান।

এছাড়া এক্সিকিউটিভ মেম্বার হিসেবে রয়েছেন- মো. শাহীনুর রশিদ, শাহরিয়ার আহমেদ, এনি বেগম, তাইয়েবা শামস, শাকিলা জাহান তাসনিয়া, ফাবিহা সানজিদা নুভা, সৈয়দা নাফিসা তাসনিম, সৈয়দা নিশাত রশিদ, জান্নাতুল ফেরদৌস নিশাত, অনন্যা সরকার তিথি, ফুয়াদ হাসান ফাহিম, শারমিন আক্তার স্মৃতি, সইদুল আবদুল্লাহ ওলিদ, মো. খালিদ হাসান, নূরিন বেগম, মোস্ত. তাইবা আনোয়ার, অভিজিৎ দে (তন্ময়), ফারজানা আখতার তামান্না ও মো. নাজমুল হাসান ফাহিম।

এছাড়া সংগঠনের পৃষ্ঠপোষক ও উপদেষ্টা প্যানেলে রয়েছেন- চিফ প্যাট্রন- ড. তৌফিক রহমান চৌধুরী, প্যাট্রন- তানভির এম ও রহমান চৌধুরী, সুপ্রিম কাউন্সেলর- মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, চিফ অ্যাডভাইজর- অধ্যাপক ড. নাজরুল হক চৌধুরী, অ্যাডভাইজর- নাজিয়া সুলতানা চৌধুরী, রিনা পাল, আল-আকরাম চৌধুরী, ইফফাত আহমেদ চৌধুরী, নাসরিন আক্তার তানিয়া, স্টুডেন্ট অ্যাডভাইজর- রাজন তালুকদার ও তানভির মাহমুদ অভি।প্রেস বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed