Main Menu

বছরের দীর্ঘতম রাত পার

প্রযুক্তি ডেস্ক: পৃথিবীর উত্তর গোলার্ধের সব দেশের জন্য সবচেয়ে দীর্ঘতম রাত পার হলো।

শনিবার (২১ ডিসম্বের) উত্তর গোলার্ধে দ্রুত সন্ধ্যা নামলেও রাত শেষ হতে সবচেয়ে বেশি সময় লেগেছে। সেইসঙ্গে রোববার (২২ ডিসেম্বর) পৃথিবীর উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে ছোট দিন হবে। আর এর ঠিক বিপরীত চিত্র থাকবে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে।

এই প্রক্রিয়াকে উইন্টার সলসটিস বা সূর্যের দক্ষিণায়ন বলা হয়।

বিষুবরেখার দুই পাশে সূর্যের আলো পড়ার প্রেক্ষাপটে বছরে চারবার এমন দিন-রাত আসে। দিন ও রাতের হিসেবে এর মধ্যে দুটি তারিখ সমান ও দুটি সময়ের পরিসরে সবচেয়ে বড় ও ছোট হয়ে থাকে।

ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলতে থাকে। বিপরীতে সূর্য থেকে অনেকটা দূরে চলে যায় উত্তর গোলার্ধ। এর ফলে উত্তর গোলার্ধে সূর্যের আলো ক্ষীণভাবে পড়ায় সেখানে শীতকাল আর বিপরীত কারণে দক্ষিণ গোলার্ধে চলে গরমকাল।

সৌরজগতের এ নিয়মের ফলে ২১ ডিসেম্বর উত্তর গোলার্ধ সূর্য থেকে অনেকটা দূরে থাকে। এতে সূর্যের আলো খুব কম পড়ায় দিনও দ্রুত শেষ হয়ে যায় এবং রাত হয় দীর্ঘতম।

Share





Related News

Comments are Closed