Main Menu

সিলেট-তামাবিল মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত বাজার এলাকায় আগামী ২রা নভেম্বরের মধ্যে সকল প্রকার অস্হায়ী দোকান, অবৈধ স্হাপনা সরিয়ে নেয়ার নির্দেশনা দিয়েছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে নোটিশে জানানো হয়, অত্র উপজেলার দরবস্ত বাজার জামে মসজিদের পশ্চিম পাশ্বে ব্রীজের নিকট থেকে উপজেলা রিসোর্স সেন্টার এর গেইট পর্যন্ত অবৈধভাবে সিলেট-তামাবিল মহাসড়কের পাশে দোকানপাট ও বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণ দোকান বসার কারণে জনদূর্ভোগ সহ যানজটের সৃষ্টি হয়।

এ জন্য সুষ্ঠুভাবে বাজার পরিচালনা, যানজট নিরসন ও জনদূর্ভোগ নিরসনের লক্ষ্যে এ সকল অবৈধ স্হাপনা অপসারণ একান্ত জরুরী।

এ জন্য আগামী ২রা নভেম্বর এর মধ্যে এ সকল অবৈধ স্হাপনা ও দোকানপাট নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার নির্দেশনা প্রদান করা হলো।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, চলতি সপ্তাহের প্রথম দিকে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করতে তিনি দরবস্ত যান। এ সময় মহাসড়কের অতি সন্নিকটে ফলমূল,গোসত,পোল্ট্রি সহ নানা পন্যের দোকান অবৈধভাবে বসতে দেখেন।

তিনি আরো বলেন, প্রতিদিন দরবস্ত বাজারে এই সমস্ত অবৈধ স্হাপনার কারণে সিএনজি সহ ইজিবাইক, লেগুনা মহাসড়কে পার্কিং করতে বাধ্য হয়। তাই দরবস্ত বাজার এলাকায় নিয়মিত যানজট লেগেই থাকে।

তাই যানজটের স্হায়ী সমাধান ও জনদূর্ভোগ কমানোর লক্ষ্যে আগামী ২রা নভেম্বরের মধ্যে স্হাপনা সরিয়ে নিতে তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে। সেই সাথে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্হানীয় ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহারকে নোটিশের অনুলিপি প্রেরণ করা হয়েছে। অন্যথায় এই নির্দেশনা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed