জুলাই হত্যাকান্ডের বিচারের দাবিতে সিলেটে মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: ‘প্লাটফর্ম ফর জুলাই জাস্টিস’ এর উদ্যোগে জুলাই হত্যাকান্ডের বিচারের দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
সিলেট কেন্দ্রিয় শহীদ মিনার থেকে মশাল মিছিল শুরু হয়ে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
লিডিং ইউনিভার্সিটি শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাশদীদের সঞ্চালনায় ও এমসি কলেজের শিক্ষার্থী মিসবাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সুমাইয়া আক্তার সোমা, সজীব আহমেদ, সৌরভ আহমেদ সুয়েব, উৎস কান্তি দাস, মনির উদ্দিন।
বক্তারা বলেন, ‘ ইতিমধ্যে জুলাই অভ্যুত্থানের প্রায় ৩ মাস অতিবাহিত হয়েছে। হামলা, খুন ও হত্যার নানাবিধ তথ্য প্রমাণ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়। এতো জলজ্যান্ত প্রমাণ থাকার পরও জুলাই হত্যাকান্ডের বিচারিক প্রক্রিয়া শুরু হয়নি। আমরা মনে করি বিচার মানে শুধু অপরাধীর শাস্তি নয়, বিচার মানে সমাজে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার প্রক্রিয়া। আওয়ামী লীগ বিচারহীনতা যে সংস্কৃতি চালু করেছিল তা থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়া। অপরাধ করলে বিচার হয় না-এই জিনিস সমাজে ভয় ও ত্রাস সৃষ্টি করে। এই কারণে মানুষ মতপ্রকাশ করতে পারে না, বিভিন্ন কর্মকান্ডে নিস্ক্রিয় থেকে যায়। যা ফ্যাসিস্ট শাসনের বৈশিষ্ট্য।
বক্তারা বলেন, জুলাই হত্যাকান্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত তাদের অবিলম্বে দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। একই সাথে রাষ্ট্রীয় উদ্যোগে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত ও পঙ্গুত্ববরণকারীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।”
বক্তারা জুলাই হত্যাকান্ডের বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
Related News
গুচ্ছ থেকে বের হওয়ার দাবি শাবি শিক্ষার্থীদের
বৈশাখী নিউজ ডেস্ক: গুচ্ছ ভর্তি পরীক্ষা হতে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষার নেওয়াসহ ৫দফা দাবিতেRead More
শহীদ নূর হোসেন স্মৃতি সংসদ সিলেটের আলোচনা সভা
বৈশাখী নিউজ ডেস্ক: শহীদ নূর হোসেন স্মৃতি সংসদ সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভাRead More
Comments are Closed