Main Menu

ছাতকে ফল গাছের চারা বিতরণ করেছে লাফার্জহোলসিম

বৈশাখী নিউজ ডেস্ক: ছাতকে লাফার্জহোলসিম কমিউনিটি ওয়েলফেয়ার স্কুলের শিক্ষার্থীদের মাঝে আজ বিভিন্ন জাতের ফল গাছের চারা বিতরণ করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি।

কোম্পানির বছর জুড়ে বৃক্ষ রোপণ কর্মসূচীর অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহন করা হয়।

লাফার্জহোলসিম বাংলাদেশ করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দুই যুগেরও বেশি সময় ধরে ছাতকে একটি প্রাথমিক স্কুল পরিচালনা করে আসছে। ছাতক প্ল্যান্টের পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত পরিবারের শিশুরা এই স্কুলে বিনামূল্যে পড়ালেখার সুযোগ পাচ্ছে। শুধু পড়ালেখাই নয় কোম্পানির পক্ষ থেকে বিনামূল্যে স্কুলের পোশাক, বই, খাতা, কলম সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়ে থাকে। এই স্কুলের পাশাপাশি দূরবর্তী গ্রামগুলোর শিক্ষার্থীদের জন্য ছয়টি সাব সেন্টারও পরিচালনা করে কোম্পানি। বর্তমানে প্রায় ৫০০ জন শিক্ষার্থী এই সেবা গ্রহন করছেন।

পড়াশুনার পাশাপাশি বিভিন্ন জাতীয় দিবসে এই শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে তাদের ধারনা প্রদান করা হয়। এরই অংশ হিসেবে আজ তাদেরকে মানবজীবনে গাছের গুরুত্ব নিয়ে বিস্তারিত ধারনা প্রদান করা হয়েছে। আলোচনার পর শিক্ষার্থীদের বিভিন্ন জাতের ফল গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে কোম্পানির কান্ট্রি ইনভায়ারনমেন্ট ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দীন, কান্ট্রি সিকিউরিটি ম্যানেজার অ্যান্ড হেড অব প্ল্যান্ট করপোরেট অ্যাফেয়ার্স আতাউর রহমান এবং ডেপুটি ম্যানেজার করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট মোহাম্মদউল্লাহ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed