জৈন্তাপুরে পাত্র সম্প্রদায়ের দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন বলেছেন, মানব সেবাই হচ্ছে বড় ধর্ম।
তিনি শুক্রবার (১১ অক্টোবর) বেলা ২টায় জৈন্তাপুর উপজেলাস্থ সেনাপতি টিলা শ্রীরামকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে বস্ত্র ও সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আমাদের উচিত সিলেটের অনগ্রসর পাত্র সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করা। তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপস্থিত সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানান।
সিলেটের ফ্রিল্যান্স সাংবাদিক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের সভাপতি বেনু ভূষণ দাশ, শ্রীমা সারদা সংঘ সিলেটের প্রাক্তন সদস্য প্রভাতী সিংহ মজুমদার, সঙ্গীত শিক্ষক প্রদীপ দে, সমাজকর্মী সুদীপ্ত চক্রবর্তী লিটুু।
আমেরিকা প্রবাসী অব. শিক্ষক সঞ্জয় চক্রবর্ত্তী ও শ্রীমা সারদা সংঘ সিলেটের প্রাক্তন সেবাব্রতী মিত্রা চক্রবর্ত্তী মিতু দম্পতির পাঠানো ২৫ হাজার টাকা এবং কানাডা, ফ্রান্স, লন্ডন এবং সিলেটের কিছু দানশীল ব্যক্তিদের দেওয়া অনুদানে অনগ্রসর পাত্র সম্প্রদায়ের মাঝে ১শ টি শাড়ী, ২০টি ধূতি ও ২০ জন শিশুদের নগদ ৫’শ টাকা পূজার উপহার হিসেবে তুলে দেন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন।
অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক পাত্র সম্প্রদায়ের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ৬৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় ৬৪ লক্ষ টাকার ভারতীয় পণ্যRead More
বিশ্বনাথে প্রায় ৮শ’ শিক্ষক কর্মচারীর বেতন বন্ধ!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যোগদান না করায় প্রায় ৮শ’ প্রাথমিকRead More
Comments are Closed