Main Menu

লাফার্জহোলসিম’র সুরমা প্ল্যান্ট পরিদর্শণে চবি শিক্ষার্থীবৃন্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলার ছাতকে অবস্থিত দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট প্ল্যান্ট পরিদর্শণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

গত শনিবার (৫ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মিসবাহুজ্জামান এর নেতৃত্বে চল্লিশ সদস্যের এই দলটিকে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি’র সুরমা প্ল্যান্টে স্বাগত জানান প্ল্যান্ট ম্যানেজার অরুন সাহা। এসময় কোম্পানির কান্ট্রি এনভায়রনমেন্ট ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন সহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শুরুতেই প্ল্যান্টের সার্বিক কার্যক্রম, উৎপাদন প্রক্রিয়া এবং গুণগতমান রক্ষা বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করেন প্ল্যান্ট ম্যানেজার। এরপর দলটি ১৭ কিলোমিটার দীর্ঘ ক্রস বর্ডার লং বেল্ট কনভেয়র, ক্লিংকার ও সিমেন্ট উৎপাদন প্রক্রিয়া, প্যাকেজিং সুবিধা, অ্যাগ্রিগেটস প্ল্যান্ট ও বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা ‘জিওসাইকেল’ ঘুরে দেখেন।

এরপর শিক্ষার্থীদের দলটি লাফার্জহোলসিম ও সিলেট সিটি করপোরেশন এর যৌথ উদ্যোগে স্থাপিত ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি পরিদর্শণ করেন, যার মাধ্যমে সিলেট শহরের বর্জ্য টেকসই উপায়ে ব্যবস্থাপনা করা হচ্ছে। এসময় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে লাফার্জহোলসিম বাংলাদেশ এর উদ্যোগের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সিনিয়র ম্যানেজার জিওসাইকেল লতিফুর রহমান।

পরিদর্শণ শেষে অধ্যাপক ড. মিসবাহুজ্জামান সিমেন্ট উৎপাদনে গুণগতমান রক্ষায় লাফার্জহোলসিম এর উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় কোম্পানির অবদানের জন্য সাধুবাদ জানান।

Share





Related News

Comments are Closed