পুলিশী অভিযানে সুনামগঞ্জে আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার
বিশেষ প্রতিবেদক: পুলিশী অভিযানে সুনামগঞ্জে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার জেলা পুলিশের দাযিত্বশীল সুত্র এ তথ্য নিশ্চিত করেন।
এর পুর্বে শনিবার মধ্যরাত পরবর্তী সময়ে পুলিশ দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় পলাতক আসামি হিসাবে তাদেরকে গ্রেফতার করে।
শনিবার রাতে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হর্বতপুর গ্রামের মৃত মফিজ মিয়া তালুকদারের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগৈর সাদারন সম্পাদক ফকরুল মিয়া তালুকদার, দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামের নুরুল ইসলামের ছেলে সদও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক খসরু মিয়া, একই উপজেলার একই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক আলী আকবর, উপজেলার মাঝেরগাঁও’র আব্দুল ওয়াহিদের ছেলে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছদরুল হক, জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউয়িনের ইছাকপুর গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে ইউনিয়ন যুবলীগৈর আহবায়ক মজিবুল রহমান রিপন, শাল্লা উপজেলার সহদেব পাশা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, জগন্নাথপুর উপজেলার ইকড়ছই (লম্বাহাটি) মৃত মহব্বত উল্লাহ ভূঁইয়া প্রকাশ মৌথ উল্লাহ’র ছেলে পৌর আওয়ামী লীগৈর ধর্ম বিষয়ক সম্পাদক শুক্কুর আলী ভুইয়া, জামালগঞ্জ উপজেলার নয়াহালট গ্রামের আব্দুল কাদিরের ছেলে উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আবুল আজাদ, ছাতক উপজেলার ছৈদেরগাঁও ইউনিয়নের বেলোইরগাঁও গ্রামের মৃত ছবর আলীল ছেলে ইউনিয়ন আওয়ামী লীগৈর সভাপতি মোখলেছুর রহমান।
বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে শনিবার রাতে গ্রেফতারকৃতরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার বোয়ালীয়া গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে আওয়ামী লীগ সদস্য আব্দুস ছালাম, একই উপজেলার চরগাঁও গ্রামের মৃত হাছেন আলীর ছেলে আওয়ামী লীগ সদস্য বকুল মিয়া।
Related News
প্রবাস ফেরত গৃহবধুকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার
বিশেষ সংবাদদাতা: সৌদি প্রবাস ফেরত রাকিবা বেগম (৩০) নামে এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।Read More
ছাতকে ট্রাকচাপায় অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে-সুনামগঞ্জ সড়কে গ্যাস সিলিন্ডারভর্তি একটি ট্রাক উল্টে শিহাব উদ্দিন (২৬) নামের একRead More
Comments are Closed