হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ওয়াহিদ মিয়া (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৪নং সদর ইউনিয়নের বাবনাকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ওয়াহিদ মিয়া বাবনাকান্দি গ্রামের ইছহাক উল্লার ছেলে।
আহতদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, বাবনাকান্দি গ্রামের হাজী রফিকউল্লাহর ছেলে আরজু মিয়ার সঙ্গে তার আপন ভাই আব্দুল হাই’র জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এই বিষয়কে কেন্দ্র করে গ্রামের লোকজন দুই পক্ষ নেয়। এর জেরে আজ সকাল সাড়ে ৮টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গুরুতর আহত অবস্থায় ওয়াহিদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ওয়াহিদ মিয়া নামের একজন মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
Related News
হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে বেওয়ারিশ কুকুরের কামড়ে অন্তত ৩০ জন পথচারী আহত হয়েছেন। মঙ্গলবারRead More
ভুয়া আদেশ এনে বালুমহাল ইজারা নেয়ার চেষ্টা, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একটি চা–বাগানের ২০ একর সিলিকা বালুমহাল মন্ত্রণালয় থেকে ইজারাRead More
Comments are Closed