Main Menu

হবিগঞ্জে কবরস্থান থেকে নবজাতক উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে বাহুবল উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় কবরস্থানের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করা হয়। পরে ওই নবজাতককে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, ইসলামপুর গ্রামের কদ্দুস মিয়ার বাড়ির পাশে একটি কবরস্থান রয়েছে। স্থানীয় লোকজন কবরস্থানের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় হঠাৎ কবর স্থান থেকে কান্নার শব্দ শুণতে পান। এসময় স্থানীয়রা এগিয়ে গিয়ে ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন। এসময় তারা দেখতে পান শিশুটির শরীর ইঁদুরে কামড়ানো। তাৎক্ষণিক তারা শিশুটিকে নিয়ে হাসপাতালে চলে যান। পরে সেখান থেকে তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা: আব্দুল আওয়াল জানান, উন্নত চিকিৎসার জন্য ওই নবজাতককে জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed