হবিগঞ্জে কবরস্থান থেকে নবজাতক উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে বাহুবল উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় কবরস্থানের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করা হয়। পরে ওই নবজাতককে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, ইসলামপুর গ্রামের কদ্দুস মিয়ার বাড়ির পাশে একটি কবরস্থান রয়েছে। স্থানীয় লোকজন কবরস্থানের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় হঠাৎ কবর স্থান থেকে কান্নার শব্দ শুণতে পান। এসময় স্থানীয়রা এগিয়ে গিয়ে ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন। এসময় তারা দেখতে পান শিশুটির শরীর ইঁদুরে কামড়ানো। তাৎক্ষণিক তারা শিশুটিকে নিয়ে হাসপাতালে চলে যান। পরে সেখান থেকে তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা: আব্দুল আওয়াল জানান, উন্নত চিকিৎসার জন্য ওই নবজাতককে জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Related News

চুনারুঘাটে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের পুকুর থেকে গৃহবধু ইসমত আরা(৩৫) এর মরদেহRead More

হবিগঞ্জে চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ, চালক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে হবিগঞ্জের নবীগঞ্জে ফেরার পথে চলন্ত বাসে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণেরRead More
Comments are Closed