গোলাপগঞ্জে নদীভাঙনে বিলীন শতবর্ষের প্রাচীন মসজিদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রাচীনতম শতবর্ষ পুরনো পাঞ্জেখানা মসজিদটি বিলীন হয়ে গেছে সুরমা নদীর গর্ভে।
গ্রামের প্রবীণদের সাথে কথা বলে জানা যায়, এশিয়ার মধ্যে প্রাচীনতম মসজিদগুলোর একটি হবে এটি। এক প্রবীণ বলেন, তাঁর দাদাও তৎকালীন সময়ে এটিকে পুরাতন মসজিদ হিসেবে জানতেন। এলাকার অনেকেই মনে করছেন, মসজিদটির বয়স আনুমানিক ৩০০ বছর। তবে মসজিদটির বয়সের সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।
মসজিদের আঙিনা ও সীমানা প্রাচীর অনেক আগেই নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছিল। অবশেষে সম্প্রতি মসজিদটিও হারিয়ে গেল সুরমার ভাঙনে। এত পুরাতন একটি মসজিদ রক্ষা করতে না পারা দুঃখজনক মনে করছেন এলাকাবাসী।
এদিকে এলাকার বিশিষ্টজন মনে করছেন, গোলাপগঞ্জ উপজেলায় সুরমা নদীতে বিগতদিনের অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে স্কুল, মসজিদ, বাড়িঘর বিলীন হচ্ছে সুরমা নদীতে। যেসব এলাকায় নদীভাঙনের প্রকোপ বেশি, সেখানে যদি পর্যাপ্ত পরিমাণে সিমেন্ট, কংক্রিট, ব্লক (সিসি ব্লক) ফেলে নদীতীরকে মজবুত করা যেত, তাহলে নদীপাড়ের অনেক ঘরবাড়ি, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষা করা যেত।
এ বিষয় জানতে গোলাপগঞ্জের ১নং বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদকে মুঠোফোনে কল দিলেও তিনি কল রিসিভ করেননি।
Related News
জৈন্তাপুরে পাত্র সম্প্রদায়ের দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন বলেছেন, মানব সেবাইRead More
গোলাপগঞ্জের ঘরে ঘরে গ্যাস লাইন ও স্থানীয়দের চাকুরীর দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: তেল, গ্যাস সমৃদ্ধ সিলেটের গোলাপগঞ্জ উপজেলাবাসীর ন্যায্য দাবি-দাওয়া মেনে নিতে প্রধান উপদেষ্টাRead More
Comments are Closed