কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১ লক্ষ ২২ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সি’র অর্থায়নে ও আমেরিকা প্রবাসি আবুল খায়ের জুয়েল ও ইমদাদুল হক বুলবুলের তত্বাবধানে এ নগদ অর্থ বিতরণ করা হয়।
সাংবাদিক ও সমাজসেবক আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে এবং প্রবাসী শাহজাহান আলী রাজু ও সাংবাদিক মাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, বিশিষ্ট সমাজসেবক জুনেদ আহমদ, ইউপি সদস্য আব্দুল হান্নান, সাংবাদিক আব্দুল বাছিত খান, সালাউদ্দিন শুভ, প্রভাষক সুমন আহমদ, সমাজসেবক বাবলু আহমেদ, ক্রীড়া সংগঠক বিমল দত্ত রিপন প্রমুখ।
অনুষ্ঠানে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সি’র সভাপতি মো. মহসিন সেলিম ও সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম রাহাতের পৃষ্ঠপোষকতায় কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নের ৬১টি পরিবারকে নগদ ২ হাজার টাকা করে মোট ১ লক্ষ ২২ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
Related News
রাজনগরে সড়কদূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই যুবক। নিহতRead More
৩ মাস বন্ধের পর বৃহস্পতিবার কাজে ফিরছেন এনটিসি’র ১৮ চা বাগানের শ্রমিকরা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: চা শ্রমিকদের বকেয়া মজুরি প্রদান ও বিভিন্ন দাবি দাওয়া বাস্তবায়নের আশ্বাসে প্রায়Read More
Comments are Closed