Main Menu

সিলেট ব্যবসায়ী সমিতির অনুদানের ৪ লাখ টাকা ফেরত দিলো বিএনপি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি চেম্বার অফ কমার্সের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউল হক জিয়ার দাওয়াতে ও সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে۔ সিলেট ব্যবসায়ী সমিতির ব্যানারে বুধবার (১১ সেপ্টেম্বর) নগরের দরগাগেইটস্থ হোটেল ষ্টার প্যাসিফিকের বল রুমে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের হাতে বন্যাদুর্গত এলাকায় বিতরণের জন্য অনুদানের ৪ লাখ টাকা তুলে দেয়া হয়। বিএনপির পক্ষ থেকে টাকা গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, মহানগর সেক্রেটারি ইমদাদ হোসেন চৌধুরী।

অনুদান প্রদানকালে গত আওয়ামী সরকারের মদদপুষ্ট কিছু ব্যক্তির উপস্থিতি পরিলক্ষিত হওয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউল হক ও সাধারণ সম্পাদক হাজি দিলোয়ার হোসেনের কাছে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সেই অনুদানের অর্থ ফেরত দেয়া হয় ।

 

Share





Related News

Comments are Closed