Main Menu

আটোয়ারীতে ঘরে ঢুকে ব্যবসায়ীর স্ত্রীসহ দুই সন্তানকে কুপিয়ে হত্যা

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সেলিম শেখ নামের এক কাপড় ব্যবসায়ীর স্ত্রীসহ দুই ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৪ আগস্ট) রাতে বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সেলিমের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫), ছেলে সৈকত (১২) ও সায়হাম (৯)।

ধারালো অস্ত্র দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পার্শ্ববর্তী বোদা বাজারে কাপড়ের দোকান করেন সেলিম শেখ। রাত ১১টার দিকে দোকান থেকে বাড়ি ফিরে স্ত্রী ও দুই ছেলের মরদেহ দেখতে পান সেলিম। তাদের রক্তাক্ত দেহ দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশসহ সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। গোয়েন্দা পুলিশ সদস্যরা নমুনা সংগ্রহ করে মরদেহ থানায় নিয়ে যায়।

সেলিম শেখ বলেন, বোদা বাজার থেকে বাড়ি ফিরে দেখি প্রধান ফটকের দরজা খোলা। ঘরের দরজাও খোলা। ভেতরে তিনজনের রক্তমাখা মরদেহ। আমি চিৎকার করে প্রতিবেশিদের ডাকি। আমার স্ত্রী ও দুই ছেলেকে মেরে ফেলা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি মো. শাহজাহান বলেন, এটি খুবই মর্মান্তিক ও কষ্টদায়ক। নিমর্মভাবে ওই নারী ও তার দুই সন্তানকে হত্যা করা হয়েছে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, ব্যক্তিগত শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সিআইডি পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করেছে। তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Share





Related News

Comments are Closed