ছাত্র-জনতার মিছিলে উত্তাল সিলেট

বৈশাখী নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সিলেটে ছাত্র-জনতার ঢল নেমেছে। বৃষ্টি উপেক্ষা করে নগরের চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। যতই সময় যাচ্ছে বাড়ছে জমায়েত।
শনিবার (৩ আগস্ট) বিক্ষোভ কর্মসূচি পালন করছে আন্দোলনকারী ছাত্র-জনতা। ‘সারা দেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে’ তারা এ কর্মসূচি পালন করছে।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেলা ১২ টায় নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। ধীরে ধীরে বাড়তে থাকে জমায়েত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা এসে যোগ দেন জমায়েতে। একপর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও এসে যোগ দেন এই জমায়েতে। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকীও দলবল নিয়ে আন্দোলন কর্মসুচিতে যোগ দেন।
“বিক্ষোভ মিছিল’ করার ঘোষণা দেয়া হলেও মিছিলের পরিবর্তে সড়কেই বসে পড়েন আন্দোলনকারীরা। ফলে ব্যস্ততম এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের পাশেই সাজোয়া যান নিয়ে অবস্থান নেয় পুলিশ। আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের সড়ক থেকে সরে যেতে বলে। এতে আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা ‘ভুয়া, ভুয়া’ শ্লোগান তুলে। পুলিশের দিকে তেড়েও যায় কয়েকজন। একপর্যায়ে পিছু হঠে পুলিশ।
নয় দফা দাবিতে এই কর্মসুচি দেয়া হলেও শনিবারের কর্মসুচি থেকে মুলত সরকারের পদত্যাগের এক দফা দাবিই জানানো হয়। এই দাবিতেই শ্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডেও লেখা ছিলো এই দাবি।
বেলা ৩টার দিকে শুরু হয় তুমুল বৃষ্টি। তবে বৃষ্টি উপেক্ষা করেই কর্মসূচী চালিয়ে যান আন্দোলনকারীরা।
বিক্ষোভকালে দেখা যায়, শিক্ষার্থীদের পানি ও বিস্কিট বিতরণ করছেন তাদের অভিভাবকরা।
দেখা যায়, শ্রাবণের বৃষ্টিভেজা বিকালে বিক্ষোভে ফুঁসছে সিলেট মহানগর। কোটা ইস্যুতে শুরু হওয়া আন্দোলন এখন সরকার পতনের স্লোগানে উত্তাল। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা।
শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস,’ ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত,’ ‘স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে,’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো,’ ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর,’ এসব স্লোগান দিচ্ছেন। এসময় অনেক ছাত্র-ছাত্রীর হাতে লাঠি-সোটা দেখা যায়।
বিকাল ৪টা ২০ মিনিটের সময় সিলেটে ছাত্র-আন্দোলনের প্রধান সমন্বয়ক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল-গালিব সাংবাদিকদের বলেন- আরও কিছুক্ষণ আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবো। পরবর্তী নির্দেশনা আসলে আমরা ফিরে যাবো। তবে আমাদের আন্দোলন চলমান থাকবে। এছাড়া আগামীকাল (রবিবার) থেকে আমরা অসহযোগ আন্দোলন শুরু করবো।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যাতে কোন নাশকতামূলক ঘটনা না ঘটে সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
তিনি বলেন, আন্দোলনকারীরা শান্তিপুর্ণভাবে কর্মসুচি পালন করলে পুলিশ তাদের বাধা দিবে না। তবে তারা বিশৃঙ্খলা করলে পুলিশ প্রতিহত করবে।
Related News

ওরস উপলক্ষে শাহজালাল মাজারে সকল অসামাজিকতা বন্ধ রাখার আহ্বান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল রাহ. মাজারের বার্ষিক ওরস আসন্ন। ওরসকে কেন্দ্র করে শুক্রবার (২৫Read More

শাবিপ্রবিতে ২০ মে বাংলাদেশ-চায়না টি সামিট
বৈশাখী নিউজ ডেস্ক: চা বাগান মালিক, উদ্যোক্তা ও রপ্তানিকারকদের অংশগ্রহণে সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ-চায়নাRead More
Comments are Closed