Main Menu

ওমরাহ পালনে যেসব জিনিস সঙ্গে রাখা বাধ্যতামূলক করল সৌদি

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ওমরাহ পালনকারীদের জন্য ছয়টি জিনিস সঙ্গে রাখতে বাধ্যতামূলক করেছে সোদি আরব।

পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের সঙ্গে বাধ্যতামূলক ছয়টি জিনিস রাখার নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

বুধবার (৩০ জুলাই) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে জনানো হয়েছে, সৌদির ভেতর ও বাইরে থেকে যারা ওমরাহ পালনে আসবেন তাদের ব্রিফকেসে যেন নির্দেশনায় উল্লেখিত ছয়টি জিনিস থাকে। এতে করে ওমরাহ পালন অনেকটাই সহজ হবে। সেগুলো হলো: পরিচয়পত্র/পাসপোর্ট, জরুরি যোগাযোগের ফোন নম্বর, মোবাইল চার্জার, দোয়া-দুরুদের বই, প্রয়োজনীয় অর্থ এবং মক্কা ও মদিনার ম্যাপ।

এছাড়াও ওমরাহ পালন সহজ করে দিতে ব্যক্তিগত, ভ্রমণ এবং পর্যটন ভিসাধারী সবাইকে ওমরাহ’র সুযোগ দিয়েছে দেশটি। এর ফলে শুধুমাত্র ওমরাহ ভিসার জন্য কাউকে আর অপেক্ষা করতে হয় না। হজ মৌসুম শেষে গত মাস থেকে আবারও শুরু হয়েছে ওমরাহ’র সময়। চলতি বছর প্রায় ১৮ লাখ মুসল্লি হজ পালন করেন।

Share





Related News

Comments are Closed