পঞ্চগড়ের ভরা বর্ষায় দেশী মাছের অভাব

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের ভরা বর্ষায় দেশী মাছের অভাব দেখা দিয়েছে। বর্ষা কাল চললেও হাট বাজার গুলোতে দেশী প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে না। পোষা মাছগুলোর দাম বাজারে অনেক বেশি। দাম বেশী হওয়ায় নিন্ম আয়ের মানুষ মাছ খাওয়া হতে বঞ্চিত হচ্ছে বলে বোদা পৌর শহরের ভ্যান চালক আমিনুল ইসলাম এ প্রতিনিধিকে জানিয়েছেন।
চলতি বর্ষা মৌসুমের শুরুতে খাল বিল পুকুরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ দেখা গেলেও খরা অনাবৃষ্টির কারণে প্রায় সব মাছ নষ্ট হয়ে গেছে। কিছু খাল বিলে দেশীয় কিছু মাছ থাকলেও সেই মাছগুলো পুকুর ও খাল বিলের মালিকরা মেশিন নিয়ে পানি উত্তোলন করে মেরে ফেলেছে। আগে বর্ষা মৌসুমে স্থানীয় হাট বাজারগুলোতে প্রচুর পরিমাণে দেশীয় মাছ বিক্রি হতো।বর্তমানে হাট বাজারগুলোতে দেশী মাছ পাওয়া যায় না। তাছাড়া খাল বিল ও পুকুরগুলোতে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ব্যবহার করে মা ও পোনা মাছগুলো মেরে ফেলছে। কারেন্ট জাল ব্যবহারের বিরুদ্ধে মানুষের মাঝে অধিক জনসচেতনতা সৃষ্টি করা জরুরী হয়ে পড়েছে বলে সচেতনমহল মনে করেন ।
Related News

পঞ্চগড়ে নববর্ষে শিশু-কিশোরদের ঘুড়ি উৎসব
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে বাংলা নববর্ষ উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে ঘুড়ি উৎসবRead More

চীনের অর্থায়নে ১০০০ শয্যার হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবি
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে এক মানববন্ধনে চীনের অর্থায়নে ১০০০ শয্যার প্রস্তাবিতRead More
Comments are Closed