Main Menu

কোম্পানীগঞ্জে মাদক ক্রয়-বিক্রয় ও সেবন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাদক ক্রয়-বিক্রয় ও সেবন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের খাগাইল পয়েন্টে খাগাইল এলাকার ছাত্র, যুব সমাজ ও খাগাইল ইসলামি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

যুবনেতা মো. ফরিদ বিন বাছিরের সভাপতিত্বে ও ছাত্রনেতা মুন্সি লোকেছ আহমদের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগাইল জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার রুহুল আমিন।

মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্য রাখেন- দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হুসেন ইমাদ ও প্রধান আলোচকের বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান।

এসময় বক্তারা বলেন, দক্ষিণ রণিখাইয়ে প্রকাশ্য মাদক কেনা-বেচা ও সেবন চলছে। সকল গবেষণায়ই মাদক মানুষের জন্য ক্ষতিকর। এটা নিয়ে বর্তমানে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী ও অভিভাবকেরা শঙ্কিত। এই এলাকার মানুষের জীবন এখন অনেকটা হুমকির সম্মুখীন। এখন এলাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে, রাস্তাঘাটে হাঁটা অনেকটা কঠিন। পরিস্থিতি এমন হয়ে গেছে যে রাস্তার পাশে দাঁড়িয়ে মাদক সেবন করছে আর আপনি বলতে পারবেন না যে ভাই আপনি একটু দূরে সরে গিয়ে কাজটা করেন। এখন জনসম্মুখে মাদকের এত ব্যাপকতা যেটা এখন এটা শুধু আমাদের এলাকা নয় পুরো দেশের জন্য হুমকিস্বরূপ। তবে সবচেয়ে বেশি আমরা যেটা নিয়ে শঙ্কিত সেটা হলো- আমাদের এলাকায় মাদকের নির্মূলে পুলিশের সক্রিয় কোনো ভূমিকা নেই। কারণ দেখা যায় একজন মাদকসেবি ও বিক্রেতা নির্বিঘ্নে তার বাড়িতে মাদক মজুদ রাখছে। ছোট ছোট বাচ্চাদের এটার বিক্রয়ের কাজে যুক্ত করছে। মাদকসেবনকারী তার বাড়িতে আসছে, রাস্তায় এসে গাড়ির হরণ বাজাচ্ছে আর তার বাড়িতে ঢুকছে ওই বাচ্চারাও মাঝেমধ্যে দিয়ে আসছে। এখন এত ব্যাপকভাবে মাদকের কেনাবেচা চলছে যে, একটা বাচ্চাও জানে যে কার বাড়িতে মদ বিক্রি হচ্ছে, কোথায় মদ মজুদ হচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসন এটা জানে না, কোনো অ্যাকশন নিচ্ছে না, ওরা নিরাপদে বাড়িতে ঘুমায়, ঘুরায়- এই পরিস্থিতিটা আমাকে প্রতিনিয়তই ভাবিয়ে তুলছে।

এসময় তারা আরো বলেন, আমরা এখন মাদকের বিরুদ্ধে এলাকাবাসী জেগেছি। আমরা লাগাতার কর্মসূচী পালন করছি এবং করবোও। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব শিগগিরই মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদ, দলইরগাঁও দারুল হাদীস মাদ্রাসার শিক্ষা সচিব হাফিজ মাহমুদুল হাসান, হারুল হাদীস খাগাইল মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফরিদ উদ্দিন, ৪নং ওয়ার্ডের মেম্বার জামাল উদ্দিন, মাওলানা আতিকুর রহমান, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা রুহুল আমিন, মাষ্টার সাইফুল ইসলাম, ডাঃআব্দুর রহমান, মো:ফরিদ উদ্দিন, মাওলানা ফজল উদ্দিন, প্রিন্সিপাল আনোয়ারুল হক, প্রিন্সিপাল আব্দুল ওয়াহিদ, ছাত্রনেতা রুকনুজ্জামান শুভ, কবির হুসেন শিপু, মাওলানা এখলাছুর রহমান, আরিফুল হক, আলিম উদ্দিন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন মানববন্ধন বাস্তবায়ন কমিটির সদস্য আবুল কালাম আজাদ, কামরান আহমদ, আল-আমিন, আল-মামুন, মিজানুর রহমান, আব্দুল হেকিম, শাহীন আহমদ, জাকির হুসেন, মিসবাহ উদ্দিন, জাহাঙ্গীর আলম আকাশ, বুরহান উদ্দিন, সাদিকুর রহমান, মহসিন, তোফাজ্জল, জুনেদ,রাজীব, সোহেল, আনোয়ার, রুহুল, জুনেদ প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, যুব সমাজ ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed