দিরাইয়ে প্রতারণা মামলায় তিন বীমা কর্মকর্তা কারাগারে

বৈশাখী নিউজ ডেস্ক: আইনজীবী নিজেই বাীমা কোম্পানির প্রতারণার শিকার হয়ে মামলা করেন আদালতে। তিন কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি আমলে নিয়ে আদালত কর্তৃক থানা পুলিশকে রুজু করার আদেশ দিলে প্রতিবেদন দেয় পুলিশ। সেই মামলায় জামিন চাইলে আদালত নামঞ্জুর করে ভাই বোনসহ তিন কর্মকর্তাকে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলায়।
আদালত সুত্রে জানা যায়, সুনামগঞ্জের দিরাইয়ে প্রতারণা মামলায় পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির দিরাই শাখার ইনচার্জ মো. জামাল হোসেনসহ ৩ কর্মকর্তাকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীরা হলেন, ইনচার্জ জামাল হোসেনের বোন বীমা কোম্পানির কর্মকর্তা মোছাঃ হাজেরা বেগম ও ম্যানেজার গোপেশ পাল।
বৃহস্পতিবার (৪ জুলাই) আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক বেগম ইসরাত জাহান জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
গত ৬ জুন কোম্পানির ইনচার্জ মো. জামাল হোসেনসহ এই ৩ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী গ্রাহক এডভোকেট ওবায়দুর রহমান চৌধুরী। পরে ১৩ জুন সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশের প্রেক্ষিতে দিরাই থানায় ৪০৬/৪২০ ধারা পেনাল কোড অনুযায়ী মামলা রুজু করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার এসআই অনুজ কুমার দাস।
অভিযোগে বলা হয়, গত ২০২২ সালের ২৫ জুলাই ১২ বছর মেয়াদী একটি এফডিআর এর জন্য এককালীন নগদ ১ লাখ টাকা জমা দেন গ্রাহক। শাখা ইনচার্জ মো. জামাল হোসেন স্বাক্ষর ও সীল দেয়া একটি রসিদ দিয়ে গ্রাহকের নামে ১৫-৩০ দিনের মধ্যে বীমা কোম্পানি থেকে ফাইল তৈরি হয়ে আসবে বলে আশ্বাস দেন। কিন্তু প্রায় ১ বছর পর এককালীন মোট ১ লাখ টাকার বিপরীতে তিনটি ভিন্ন ভিন্ন তারিখে ১ লাখ ১ হাজার ৩৩৭ টাকা জমা করা ফাইল (টাকা জমা দেয়ার বই) প্রদান করে বীমা কর্মকর্তা। ভুয়া কাগজ এবং স্বাক্ষর জাল করে ফাইল প্রদান করায় গ্রাহক এডভোকেট ওয়ায়দুর রহমান চৌধুরীর সন্দেহ হলে তিনি তাদের সাথে ঐ বিষয়গুলো নিয়ে বসতে চাইলে বীমা কোম্পানীর কর্মকর্তারা টালবাহানা করে সময় ক্ষেপণ করতে থাকে। পরে ভুক্তভোগী গ্রাহক সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উল্লেখিত আসামীগণের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
Related News

শান্তিগঞ্জে এক বাসকে আরেক বাসের ধাক্কা, আহত ১৭
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে শ্যামলী বাসের ধাক্কায় দিরাই থেকে সিলেটগামী বিরতিহীন বাস নিয়ন্ত্রণ হারিয়েRead More

জগন্নাথপুরে বেরীবাঁধ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কয়বরখালী বেরীবাঁধ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগে জেলা প্রশাসক বরাবরে অভিযোগRead More
Comments are Closed