Main Menu

সেতু ভেঙে বিয়ের মাইক্রোবাস খালে, ১০ বরযাত্রী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ১০ বরযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।নিহত ১০ বরযাত্রীর ৮ জন একই পরিবারের। নিহতদের মধ্যে আটজনই সাবেক সেনাসদস্য মাহাবুবুর রহমান সবুজের পরিবারের সদস্য।

শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার ৫নং চওয়া ইউনিয়ন এবং ৪নং হলদিয়া ইউনিয়নের মাঝামাঝি হলদিয়া ব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে।এতে নিহত হয়েছেন মাদারীপুরের শিবচরের সাবেক সেনাসদস্য মাহাবুবুর রহমান সবুজও।

এ ঘটনায় নিহতরা হলেন মাহাবুবের ভাই সোহেলের স্ত্রী রাইতি (৩০), মাহাবুবের মা ফরিদা বেগম (৪০), মামি মুন্নি বেগম (৪০), তার সন্তান তাহিয়া (৭), তাসদিয়া (১১), আরেক মামি ফাতেমা বেগম (৪০), রুমি বেগম (৪০)। এ ছাড়া আমতলীর দক্ষিণ তক্তাবুনিয়া জহিরুল ইসলামের স্ত্রী জাকিয়া এবং মেয়ে রিদি (৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ২টার দিকে হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধারে স্থানীয়রা চেষ্টা চালান।বরযাত্রীদের বাড়ি মাদারীপুর জেলায়।

এ বিষয়ে হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান (মিন্টু মল্লিক) বলেন, গাড়ি দুটি ঝুঁকিপূর্ণ ব্রিজটি পার হতে দিয়ে ভেঙে খালে পড়ে ডুবে যায়। ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন এবং বাসিন্দারা খালে ডুবে যাওয়া গাড়ি ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছেছি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। বিস্তারিত পরে আপনাদের জানানো হবে।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ার ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসটি এখনও পানির নিচে।

তিনি আরও বলেন, আমতলী কাউনিয়া ইব্রাহিম একাডেমির শিক্ষক মাওলানা মনিরুল ইসলামের মেয়ে হুমায়রা আক্তারের সঙ্গে একই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সেলিমের ছেলে সাইমুন রহমান সোহাগের গত বৃহস্পতিবার বিয়ে হয়। শনিবার দুপুরে ছিলো ছেলের বাড়িতে বৌভাত অনুষ্ঠান। শনিবার বেলা দেড়টার দিকে আমতলী উপজেলার হলদিয়া গ্রামের কনের বাড়ি থেকে মাইক্রোবাস ও অটো গাড়িতে বরের বাসা আমতলী পৌরসভার নতুন বাসস্ট্যান্ড থেকে বেলা ১টার দিকে অতিথিরা ঘুরতে বের হন। আজকে দুপুরে গাড়ি নিয়ে তারা ঘুরতে বেরিয়েছিলেন। মাইক্রোবাসটির সঙ্গে ৬-৭ জন যাত্রী নিয়ে আরেকটি ইজিবাইক ছিল। পথিমধ্যে দুপুর পৌনে ২টার দিকে দুটি গাড়ি হলদিয়া হাট ব্রিজটি পার হতে গিয়ে ভেঙে নিচে পড়ে যায়। ইজিবাইকের যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও মাইক্রোবাসের মধ্যে ১০ জনের মরদেহ উদ্ধার করা গেছে।

Share





Related News

Comments are Closed