Main Menu

সাংবাদিক আব্দুল আহাদের নবজাতক সন্তানের মৃত্যু , সিলেট জেলা প্রেসক্লাবের শোক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক আব্দুল আহাদের নবজাতক সন্তান আবিদা জান্নাত মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

সোমবার (১০ জুন) রাতে জন্ম গ্রহণ করে মঙ্গলবার (১১ জুন) বিকেল তিনটায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকের মৃত্যু হয়।

সাংবাদিক আব্দুল আহাদের নবজাতক আবিদা জান্নাতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল এবং ক্লাবের সদস্যবৃন্দ।

এক শোকবার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সদস্যরা বলেন- আব্দুল আহাদের নবজাতক সন্তানের এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাধায়ক। নেতৃবৃন্দ তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দুখ প্রকাশ করেন। এছাড়াও আব্দুল আহাদের স্ত্রী এবং দুই ছেলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

 

Share





Related News

Comments are Closed