গোয়াইনঘাটে মাটিতে জ্বলা আগুন নিয়ন্ত্রনে

বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাটিতে আগুন জ্বালার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে সাধারণের মধ্যে নানা কৌতুহল দেখা দিয়েছে। সাধারণের ধারণা গ্যাসের কারণে আগুন জ্বলতে পারে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার (৭ জুন) বিকাল থেকে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউপির আনফরের ভাংগার পশ্চিমে এলাকার লোকজন মাটিতে আগুন জ্বলতে দেখেন। কেউ কেউ লাইভে এসে এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এলাকার লোকজন বিষয়টি দেখতে ছুটে যান ঘটনাস্থলে।
স্থানীয়রা জানান, বন্যার পানি থাকার সময় অনেকেই এখানে বুদবুদ আকারে পানি উঠতে দেখেন। পানি নামার পর কেউ জলন্ত সিগারেট ফেলে দিলে আগুন ধরে যায়। এ নিয়ে এলাকায় হৈ চৈ শুরু হয়। আগুনের বিস্তৃতি নিয়ে জনমনে আতংক ছড়িয়ে পড়ে।
শনিবার বেলা ২টায় গোয়াইনঘাট উপজেলার ইউএনও তৌহিদুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। আমার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারাও রয়েছেন। এ নিয়ে আতংকের কিছু নেই। সীমানা চিহ্নিত করে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
১৩নং বিছনাকান্দি ইউপির প্রশাসক পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদরুল ইসলাম সন্ধ্যায় জানান, আগুন জ্বালার স্থানে সীমানা চিহ্নিত করে লাল পতাকা দিয়ে জনপ্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। গ্যাস ফিল্ড থেকে কর্মকর্তারা এসেছেন। আগুন নিভানো হয়েছে। প্রাকৃতিক সম্পদে ভরপুর গোয়াইনঘাট এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক অনুসন্ধান কামনা করেন।
Related News

বালাগঞ্জে গেইট ও ঘরের তালা ভেঙ্গে ডাকাতি, টাকা ও স্বর্ণ লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জের একটি বাড়ির গেইট ও ঘরের তালা ভেঙ্গে ডাকাতির ঘটনা ঘটেছে।Read More

সিলেটে মহাসড়কের নির্মাণ কাজের রোলার চাপায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। মহাসড়কের ৬Read More
Comments are Closed