ইমকাবিডির সভাপতি ফরিদ, সাধারণ সম্পাদক মন্টি
বৈশাখী নিউজ ডেস্ক: ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যাস কমিউনিকেশন (আইআইএমসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ইমকাবিডি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফরিদ হোসেন। আর সাধারণ সম্পাদক হিসেবে আঙ্গুর নাহার মন্টি দায়িত্ব নিয়েছেন।
শনিবার (১ জুন) বিকালে জাতীয় প্রেস ক্লাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে ইমকাবিডির নতুন নির্বাহী পরিষদ কমিটি দায়িত্ব নেয়।
এর আগে গত ১১ মে ঢাকা ক্লাবে দ্বিবার্ষিক সাধারণ সভার মাধ্যমে ইমকাবিডির নতুন কমিটি ঘোষণা করা হয়। ২০১৮ সালে প্রতিষ্ঠিত ইমকাবিডির এটি তৃতীয় কমিটি।
ফরিদ হোসেন বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এবং আঙ্গুর নাহার মন্টি উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক বাংলাদেশের সমন্বয়কারী।
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে দিল্লিতে ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয় আইআইএমসি। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটিতে গণমাধ্যম সংক্রান্ত বিষয়- সাংবাদিকতা, রেডিও, টেলিভিশন, বিজ্ঞাপন, জনসংযোগ ও ডিজিটাল মিডিয়ার ওপর ডিপ্লোমা কোর্স পরিচালিত হয়।
ভারত সরকারের বৃত্তি নিয়ে ১৯৭৯ সালে বাংলাদেশ থেকে প্রথম শিক্ষার্থী হিসেবে আইআইএমসির কোর্সে অংশ নেন প্রধানমন্ত্রীর প্রয়াত প্রেস সচিব ইহসানুল করিম। তিনি ইমকাবিডির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং এ বছরের ১০ মার্চ মৃত্যুর আগ পর্যন্ত এ পদে ছিলেন।
এ পর্যন্ত বাংলাদেশ থেকে বৃত্তি নিয়ে ৪৪ জন আইআইএমসিতে কোর্স করেছেন। এই শিক্ষার্থীদের নিয়েই গঠিত হয় ইমকাবিডি সংগঠনটির।
১৩ সদস্যের নতুন নির্বাহী পরিষদ কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি হলেন- এম রহমত আলী, সহসভাপতি জাহিদ নেওয়াজ খান, যুগ্ম সম্পাদক গনী আদম, কোষাধ্যক্ষ নাজনীন আখতার, আর্ন্তজাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক রঞ্জন সেন। এছাড়া নির্বাহী পরিষদের সদস্য হলেন আজিজুল ইসলাম ভূইয়া, নজরুল ইসলাম, দীপংকর বর, মো. মারুফ নাওয়াজ, সৈয়দ মেহেদী মোমিন ও মোহাম্মদ ওয়ারেছ হোসেন।
Related News
৩৩ বছরের পুরনো ভোরের কাগজ পত্রিকা বন্ধ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: সংবাদমাধ্যম দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধের ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (২০Read More
সিলেট জেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির (২০২৫-২৬) নেতৃবৃন্দকেRead More
Comments are Closed