Main Menu

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত মহিলার মৃত্যু

কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ার আলালপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই মহিলার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন দুপুর ১২টার দিকে কুলাউড়া রেলস্টেশনে ঢুকছিলো। এ সময় উছলাপাড়া এলাকায় রেললাইনে থাকা অজ্ঞাতপরিচয়ের এক নারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এটি আত্মহত্যা না দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Share





Related News

Comments are Closed