সিলেটে আবাসিক হোটেল থেকে ৪ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে ৪ নারী পুরুষকে আটক করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরীর কদমতলীর কয়েস আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সাধনপুর গ্রামের মো. গিয়াজ উদ্দিনের ছেলে মো. সাহাব উদ্দিন সাজু (৩১), সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব তাজপুর গ্রামের আজেদ আলীর ছেলে মো. নয়ন মিয়া (২৮), একই উপজেলার গোয়ালাবাজার তাজপুর এলাকার রফিক মিয়ার স্ত্রী ঝুমা বেগম (২৭) ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার বৈকুন্ঠপুর গ্রামের সুরুষ গুপ্ত’র মেয়ে পপি গুপ্ত (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার কদমতলীতে কয়েস আবাসিক হোটেলে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে দুই নারী এবং হোটেলের দুই কর্মচারীকে আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে এসএমপির দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।
Related News
পূর্বের বিয়ের তথ্য গোপন করে স্ত্রীর দ্বিতীয় বিয়ে, মামলা করলেন স্বামী
বিশেষ সংবাদদাতা: প্রথম বিয়ের তথ্য গোপন করে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে দ্বিতীয় বিয়ে এবংRead More
লেবানন ও প্যালেস্টাইনে গণহত্যা বন্ধের দাবিতে সোচ্চার হোন: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: লেবানন ও প্যালেস্টাইনে গণহত্যা বন্ধ ও ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবিতে বাংলাদেশেরRead More
Comments are Closed