অভিনব কায়দায় লাঠিটিলার কয়েক লাখ টাকার গাছ চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বন থেকে কয়েক লাখ টাকার প্রায় ১৫টি সেগুন গাছ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়া আরও ৩০টির বেশি গাছের গোড়ায় রিং করে কেটে রাখা হয়েছে পরে নিয়ে যাওয়ার সুবিধার জন্য। বনের কমলছড়া, গলাচিপা ও দশের টিলা নামক স্থানেও এ ঘটনা ঘটেছে।
সংরক্ষিত বনের এসব মূল্যবান গাছ চুরির প্রায় এক মাস পরেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেয়নি বন বিভাগ।
জানা যায়, সিলেট বন বিভাগের জুড়ী রেঞ্জের আওতাধীন লাঠিটিলা সংরক্ষিত বনের গাছ নিধনে নতুন কৌশল’ বেছে নিয়েছে দুর্বৃত্তরা। নতুন এ পন্থার নাম ‘রিং’ কৌশল। এ কৌশলে প্রথমে গাছের গুঁড়া রিং করে কেটে রাখা হয়। ফলে ধীরে ধীরে গাছটি শুকিয়ে মারা যায়। গাছটি মারা গেলে কেটে নেওয়া সহজ হয়। এ প্রক্রিয়ায় সম্প্রতি লাঠিটিলা সংরক্ষিত বন থেকে প্রায় ১৫টি বড় আকারের সেগুন গাছ কেটে নেওয়া হয়েছে।
সরেজমিন দেখা যায়, বনের লালছড়া ও জরিছড়া ফাঁড়ি এলাকার গলাচিপা ও দশের টিলা নামক স্থানের কয়েকটি টিলা ভূমিতে ছোট-বড় প্রায় ৩০টি বিভিন্ন প্রজাতির গাছের গোড়া রিং করে কেটে কাটা স্থান কৌশলে কাদামাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে। কয়েকটি কাটা গাছের গুঁড়া আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি গাছের গুঁড়া মাটি থেকে উপড়ে ফেলা হয়েছে।
লাঠিটিলা বন বিট কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, সংরক্ষিত বনের যে স্থান থেকে গাছ কেটে নেওয়া হয়েছে, রেঞ্জারসহ বন বিভাগের লোকজন সেই স্থানটি পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ওই এলাকার মানুষের সঙ্গে আলাপ হয়েছে।
এ বিষয়ে জুড়ী রেঞ্জ কর্মকর্তা নাজমুল হুসাইন জানান, বন পরিদর্শন করে কিছু গাছের গুঁড়ি এবং নতুন করে কয়েকটি গাছের গোড়ায় রিং কাটার প্রমাণ পাওয়া গেছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ূন কবির জানান, সংরক্ষিত বনের গাছ কাটার ব্যপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
Related News

বড়লেখায় খাল থেকে দিনমজুরের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় সালাউদ্দিন (৩৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবারRead More

কমলগঞ্জে গাছ কাটতে গিয়ে দিনমজুরের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ কাটার সময় উপর থেকে নিচে পড়ে এক দিনমজুর শ্রমিকেরRead More
Comments are Closed