বসন্তের প্রথম দিন বুধবার বৃষ্টির আভাস

বৈশাখী নিউজ ডেস্ক: যদি বর্ষে মাঘের শেষ, ধন্যি রাজার পুণ্যি দেশ—খনার এই বচন বহুল প্রচলিত। এবার ফসল ভালো হবে কি না, তা আগামী দিনই বলে দেবে। বসন্তের প্রথম দিন বুধবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। বৃষ্টি হতে পারে সিলেটসহ অন্তত পাঁচ বিভাগে। তবে এ বৃষ্টির পরিমাণ হবে খুব কম। দুয়েক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সকাল ৯টায় আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। বুধবার বৃষ্টি বিস্তৃত হতে পারে। আবহাওয়ার বার্তা অনুযায়ী, বুধবার যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কাল বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস আছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, এখন প্রাক্-মৌসুমী বায়ু প্রায় শুরু হওয়ার সময়। ভারত মহাসাগর থেকে আসা আর্দ্রতায় এখনকার বৃষ্টি হতে পারে। বৃষ্টির জন্য আর্দ্রতা দরকার হয়, সেটা এখন আসছে। তবে এখন বৃষ্টির পরিমাণ খুবই কম হতে পারে।
আবহাওয়ার বার্তা বলছে, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তরিফুল নেওয়াজ কবির বলেন, ১৫ ফেব্রুয়ারির পর দেশের তাপমাত্রা বাড়তে শুরু করবে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। মাঘের এই শেষ দিনে দেশের উত্তরের শেষ প্রান্তের জনপদের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সেখানে গতকালও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।
Related News

সরকারি প্রতিষ্ঠানে শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রতিষ্ঠানে শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাRead More

তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন নাম অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন নাম চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ‘বঙ্গমাতা শেখRead More
Comments are Closed