Main Menu

সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: উলামা মাশায়েখ পরিষদ সিলেটের নেতৃবৃন্দ বলেছেন, শিক্ষা কারিকুলামে ইসলাম ও নৈতিকতা বিরোধী বিষয় যুক্ত করার মাধ্যমে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের ধ্বংস করার পায়তারা করছে। অবিলম্বে শিক্ষা কারিকুলাম সকল বিতর্কিত বিষয় প্রত্যাহার করতে হবে। পাঠ্যপুস্তকে ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও ইসলামী মূল্যবোধ বাদ দিয়ে ইসলাম বিরোধী শরীফ থেকে শরীফা নামের কেচ্ছা কাহীনি যুক্ত করে নতুন প্রজন্মকে নাস্তিক ও মেধা-শূন্য করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন মুসলিম সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

শনিবার বাদ জোহর সিলেট নগরীর সিটি পয়েন্টে নতুন শিক্ষা কারিকুলামের আওতায় পাঠ্যপুস্তকে যুক্ত ‘বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ বিষয়’ বাতিলের দাবীতে উলামা মাশায়েখ পরিষদ সিলেট আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।

উলামা মাশায়েখ পরিষদ সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দীর সভাপতিত্বে ও পরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের সেক্রেটারি ড. মাওলানা এএইচএম সোলায়মান, মাওলানা মাসুক আহমদ ও মাওলানা খলিলুর রহমান প্রমূখ।

মিছিলে সিলেটের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক আলেম-উলামাগণ অংশ নেন।

নেতৃবৃন্দ বলেন, একটি কুচক্রিমহল পরিকল্পিতভাবে আমাদের শিক্ষানীতির উপর প্রভাব খাটিয়ে ইসলামী আদর্শ থেকে সরিয়ে ভিন্ন আদর্শ প্রতিষ্ঠার নীল নকশা বাস্তবায়ন করছে। তারা আমাদের নতুন প্রজন্মের ইমান আমল ধ্বংস করার মহাপরিকল্পনায় লিপ্ত। শিক্ষা কারিকুলাম থেকে নৈতিকতা বিরোধী সকল বিষয় প্রত্যাহার করে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে প্রতিটা মুসলিম ছাত্রদের হাতে পাঠ্য বই তুলে দিতে হবে। নতুন শিক্ষা কারিকুলামে হিজড়া আর ট্রান্সজেন্ডার নিয়ে যে বিতর্ক সৃষ্টি করা হয়েছে তা অতিবিলম্বে সমাধান করতে হবে। হিজড়ারা আমাদের ভাই কিন্তু ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে বৈধতা দেবার যে পায়তারা চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। ট্রান্সজেন্ডারের কার্যকলাপ প্রচারের মাধ্যমে মুসলিম জনগোষ্ঠীর ধর্মবিশ্বাসে আঘাত করা হয়েছে। আধুনিকতার নামে নৈতিকতা বিসর্জন দেয়ার এ শিক্ষা ব্যবস্থার বিতর্কিত অংশ অবিলম্বে বাতিল করতে হবে।

Share





Related News

Comments are Closed