Main Menu

সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, ৭ জানুয়ারী দেশে কোট ভোট হয়নি। অবৈধ ক্ষমতার মসনদ পাকাপোক্ত করে ডামি ভোটের নামে জাতির সাথে প্রহসন হয়েছে। বাকশালী সরকার ২০১৪ সালে বিনাভোটে সরকার গঠন করেছে। ২০১৮ সালে রাতের ভোটে ক্ষমতা দখল করেছে। ২০২৪ সালে এসে তারা ডামি ভোটের মাধ্যমে ফের গদি দখল করেছে। মাত্র ৩ থেকে ৪ শতাংশ ভোটকে ৪০ শতাংশ দেখিয়ে নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানো হয়েছে। দেশে অবৈধ সরকারের অবৈধ সংসদ চলতে দেয়া যাবেনা। পাতানো নির্বাচনে গঠিত বর্তমান ডামি সংসদ কোনদিন বৈধতা পাবেনা। অবিলম্বে অবৈধ সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ কেয়ারটেকার সরকারব্যবস্থা পুনর্বহাল করে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে।

রোববার বিকেলে জামায়াত কেন্দ্রঘোষিত গণসংযোগ কর্মসূচীর অংশ হিসেবে ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণ এবং প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার’ দাবিতে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর জিন্দাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।

নেতৃবৃন্দ বলেন, নিত্যপণ্যের উর্ধ্বগতির কারণে মানুষের জীবন যাত্রা স্থবির হয়ে পড়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে অবৈধ সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। এই তাবেদার সরকারের হাতে গণতন্ত্র, ভোটাধিকার, স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ নয়। তারা জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় জনদুর্ভোগ সৃষ্টির মাধ্যমে দেশপ্রেমিক জনতার উপর প্রতিশোধ নিচ্ছে। এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জামায়াত নেতা এডভোকেট জামিল আহমদ রাজু, মাওলানা আলা উদ্দিন, মু. আজিজুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি শরীফ মাহমুদ।

Share





Related News

Comments are Closed