অবরোধের ১ম দিনে সিলেটে জামায়াতের মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, ফ্যাসিস্ট সরকার অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে চরম নিষ্ঠুরতার আশ্রয় নিয়েছে। তারা আইন ও মানবাধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় রায়ে ফরমায়েসী সাজা প্রদান করছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে সরকার জামায়াতসহ বিরোধী মতের নেতাকর্মীদের গণগ্রেফতার ও গুপ্তহত্যা অব্যাহত রেখেছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। নিরপেক্ষ সরকার পুনবর্হাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি ছাড়া দেশে একতরফা নির্বাচন জাতি প্রত্যাখ্যান করেছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে জামায়াত আহুত ১১তম ধাপের টানা ৩৬ ঘন্টার অবরোধের ১ম দিন অবরোধ চলাকালে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্টে পিকেটিং ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
মঙ্গলবার নগরীর সিলেট-সুনামগঞ্জ রোডের সুবিদবাজার এলাকায় অনুষ্ঠিত পিকেটিং পরবর্তী মিছিল সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জামায়াত নেতা শফিকুল আলম মফিক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী শরীফ মাহমুদ প্রমূখ।
নেতৃবৃন্দ- জামায়াত আহুত ১১তম ধাপের ৩৬ ঘন্টা অবরোধের ১ম দিন অবরোধ সফলের মাধ্যমে দলদাস নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের তফসিল প্রত্যাখ্যান করায় সিলেটবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। একই সাথে ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে জামায়াত ঘোষিত বুধবার সন্ধ্যা পর্যন্ত অবরোধ কর্মসূচী সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।
নেতৃবৃন্দ বলেন, বাকশালী সরকার আবারো ২০১৪ ও ১৮ সালের স্টাইলের পাতানো নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু জনগণ তাদের প্রহসনের নির্বাচনের তফসিল ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। জামায়াত আহুত সকল অবরোধ ও হরতাল কর্মসূচী নজিরবিহীনভাবে সফলের মাধ্যমে সিলেটবাসী ফ্যাসিস্ট সরকার ও দলদাস নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। জনদাবীর প্রতি সরকার ও দলদাস নির্বাচন কমিশনের ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকলে তারা প্রহসনের তফসিল বাতিল করে নিরপেক্ষ সরকার পুনর্বহাল করে নির্বাচন দিবে। অন্যথায় গণবিষ্ফোরণে সরকারকে বিদায় করা হবে।
Related News

ওরস উপলক্ষে শাহজালাল মাজারে সকল অসামাজিকতা বন্ধ রাখার আহ্বান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল রাহ. মাজারের বার্ষিক ওরস আসন্ন। ওরসকে কেন্দ্র করে শুক্রবার (২৫Read More

শাবিপ্রবিতে ২০ মে বাংলাদেশ-চায়না টি সামিট
বৈশাখী নিউজ ডেস্ক: চা বাগান মালিক, উদ্যোক্তা ও রপ্তানিকারকদের অংশগ্রহণে সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ-চায়নাRead More
Comments are Closed