রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ৫ মার্চ
বৈশাখী নিউজ ডেস্ক: এ বছরও দ্বিতীয়বার সুযোগ রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৫ মার্চ।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বছরের মার্চ মাসের ৫ তারিখ পরীক্ষা শুরু হয়ে ৬ ও ৭ মার্চ পর্যন্ত ৩ দিনে ৩ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
এ ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের অধীনে ‘সি’ ইউনিট, মানবিক অনুষদের অধীনে ‘এ’ ইউনিট এবং বাণিজ্য অনুষদের অধীনে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিদিনে চারটি শিফট করে এই ৩ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, রাবিতে বহুনির্বাচনি পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য আবেদন সাপেক্ষে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকে। গত বছরের ন্যায় এবারও দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।
Related News
এবারও মাধ্যমিক স্কুলে ভর্তি লটারিতে
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি-বেসরকারি স্কুলে এ বছরও লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন ও ভর্তি প্রক্রিয়া বহালRead More
ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা যেভাবে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৪ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির শিখনকালীন এবং বার্ষিক পরীক্ষা পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনারRead More
Comments are Closed