Main Menu

১০ম দফার অবরোধের শেষ দিনে সিলেটে যুবদলের পিকেটিং মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি কেন্দ্র আহুত ১০ম দফা টানা ৪৮ ঘন্টার অবরোধের শেষ দিনে নগরীতে পিকেটিং ও মিছিল করেছে সিলেট মহানগর যুবদল।

বৃহস্পতিবার দুপুরে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের নেতৃত্বে নগরীর সুবিদবাজার এলাকায় পিকেটিং শেষে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, এমদাদুল হক স্বপন, ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রাসেল আহমদ, যুবদল নেতা দুলাল আহমদ, শাহেদ আহমদ, শাহেল রহমান, রিপন চৌধুরী, এম এ হাসান, নূর মোহাম্মদ খান তাইফুর, হোসেন আহমদ, কবির হোসেন, মাহতাব আহমেদ, কামাল হোসেন, আব্দুল আলীম, সাইফুল ইসলাম, মুজিবুল হক রাহাত, হুমায়ূন কিবরিয়া জুনেল, আমিনুল হক তুহিন, সালেক খান, সামাদ হোসেন সাজু, প্রদীপ পাল, বাবলা আহমদ, লায়েক আহমদ, পারভেজ আহমদ, রাজন আহমদ, তানজিম হোসেন লিটন, শহিদুল ইসলাম, রাশেদ মিয়া ও নাজমুল ইসলাম প্রমুখ।

মিছিল পরবর্তী সমাবেশে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন বলেন- এদেশে গণতন্ত্রের বিজয় সময়ের ব্যাপার মাত্র। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে জিয়ার সৈনিকদের চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে সরানো যাবেনা। আর কোন পাতানো নির্বাচন হতে দেয়া হবেনা। যারা পাতানো নির্বাচনে অংশ নিবে তারা জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত হবে। ফরমায়েসী তফসিল বাতিল ছাড়া বাকশালী সরকারের শেষ রক্ষা হবেনা।

Share





Related News

Comments are Closed