৯ ডিসেম্বর দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের র্যালি ও সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মাসিক এক সভা গত ২৮ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর কদুরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তারা ২৬ নভেম্বর-২০২৩ বহুল প্রচারিত দৈনিক প্রথম আলোয় প্রকাশিত অ্যাপভিত্তিক প্রতারণায় দেড় হাজার মানুষের ‘২০০ কোটি টাকা নিয়ে পাচার’, ২৩ নভেম্বর-২০২৩ একই পত্রিকায় সুনামগঞ্জে গত বছরের বন্যায় জামালগঞ্জ সড়কের বিশ^ম্ভপুর অংশের নিয়ামতপুর থেকে উত্তরে তাহিরপুর উপজেলা সহ বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কাওে ৩৬ কোটি ৬৫ লাখ টাকার একটি প্রকল্পে যৌথভাবে কাজ পাওয়া ঢাকার ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ শুরুর আগেই ৭ কোটি ৭৮ লাখ টাকা বিল পরিশোদেও চাহিদা দেখিয়ে সুনামগঞ্জ সড়ক বিভাগ।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ব্যাংকখাতে খেলাপি ঋণ ১ লাখ ৫৫ হাজার ৩শত ৯৮ কোটি টাকা। জুন মাস শেষে খেলাপি ঋণিরে পরিনাম বেড়েছে। বেসরকারি খাতে খেলাপি ঋণ আরো বহু গুণ। খেলাপি ঋণের কারছে অনেক আর্থিক প্রতিষ্ঠান আজ দেউলিয়ার পথে। সরকারি খেলাপি ঋণের লাগাম টেনে ধরতে পারিনি। এর দায় অর্থমন্ত্রী এড়াতে পারবেন না।
সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, নিজেদের কর্তৃত্ব প্রমাণের জন্য নতুন নতুন প্রকল্প কওে থাকে। তেমনি আইসটি বিভাগ ৩ কোটি টাকা ব্যয়ে জনগণের সাথে সরকারের সরাসরি যোগাযোগ সম্পৃক্ততা বাড়াতে জনতার সরকার নামে যে ওয়েব সাইটি তৈরি হয়েছিল তার ব্যবহার নেই বললেই চলে। ‘জনতার সরকার নামের অ্যাপসের নামে সরকারের কোটি কোটি টাকা খরচ হয়েছে। এই অনিয়ম, অপব্যয় ও অব্যবস্থাপনা, দুর্নীতির অভিযোগের খবরগুলো আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ভূমিকা নেওাার জোর দাবী জানানো হয়।
সভায় বেসিক ব্যাংক ধ্বংসকারী, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বচ্চু এখনো গ্রেফতার না হওয়ায় তীব্র, নিন্ন ও ক্ষোভ প্রকাশ করে বলা হয়, ভোটের আগেই বাচ্চুকে গ্রেফতার দেখতে চাই দেশবাসী।
সভায় আগামী ৯ ডিসেম্বও শনিবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বেলা ১১টায় গণজামায়েত, র্যালি ও কোর্ট পয়েন্টে দুর্নীতি বিরোধী গণসমবেশ করার সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় সিলেট শিক্ষা বোর্ডের সাবেক ডিজি, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ আব্দুল হাই, বিশিষ্ট ব্যাংকার সচীন্দ্র নাথ ভট্টাচার্য্যরে মৃতূতে শোক প্রস্তাব গৃহীত হয়।
ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কলেজের সাবেক অধ্যক্ষ ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, শুভেচ্ছা ফাউন্ডেশনের সভাপতি ও ফোরামের কেন্দ্রীয় সদস্য মোঃ আব্দুল গফুর, সাবেক ছাত্রনেতা কামরান আহমদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সাবেক সভাপতি, কেন্দ্রীয় নেতা ইসমত ইবনে ইসহাক সানজিদ, যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ প্রমুখ।
সভা শেষে দেশের ক্রমবর্ধমান সামগ্রিক অবস্থা, স্থিতিশীলতার লক্ষে মহান আল্লাহ দরবারে দোয়া করা হয়। দোয়া পরিচালানা করেন ফোরামের কেন্দ্রীয় নেতা মাওলানা এমদাদুল হক জুম্মা। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে কর আইনজীবির বাসায় চুরি, টাকা ও স্বর্ণাংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট নগরীর সুবিধবাজার এলাকার লন্ডনি রোডে এক কর আইনজীবীর বাসায় চুরিরRead More
দুই বিধবার ঘর নির্মাণ করে দিল হেল্পিং হ্যান্ডস ডট ইউকে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ৪২নং ওয়ার্ডের পূর্ব শ্রীরামপুর এলাকার দুই বিধবা মহিলার নির্মাণ করেRead More
Comments are Closed