দ্বাদশ সংসদ নির্বাচন স্থগিতের দাবী জানিয়েছে সিলটি পাঞ্চায়িত

বৈশাখী নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের দাবী জানিয়েছে সিলেট বিভাগ ভিত্তিক রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত।
বুধবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দীন আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট তাজরীহান জামান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে দেশে যে সাংবিধানিক সংকট দেখা দিয়েছে তা নিরসনে নিরপেক্ষ-নির্দলীয় সরকার বা নির্বাচনকালীন সরকার গঠন করা জরুরী।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইতিপূর্বে সিলটি পাঞ্চায়িতের পক্ষ থেকে দেশের সাম্প্রতিক, রাজনৈতিক অস্থিরতা দূরীকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছিলো। কিন্তু আজ অবধি এই সংকট নিরসনে সরকার বা কোন পক্ষই এগিয়ে না আসায় দেশের জনগণ আজ মারাত্মক সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তাই অবিলম্বে দ্বাদশ নির্বাচনকে স্থগিত করে সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়া উচিৎ বলে আমরা মনে করি।
নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষের কল্যাণে সিলেট বিভাগ ভিত্তিক রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত পূর্বের ন্যায় আগামীতেও জনগণের কল্যাণে কাজ করে যাবে।
Related News

বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র কেন্দ্রীয় কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল)Read More

৬ দফা দাবিতে সিলেট বিক্ষোভ সমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা
বৈশাখী নিউজ ডেস্ক: ছয় দফা দাবিতে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেRead More
Comments are Closed