Main Menu

ছাতকে বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিনিধি: ছাতকে বিএনপির কেন্দ্রিয় নেতা মিজানুর রহমান চৌধুরীকে প্রধান আসামি করে বিএনপি-জামায়াতের ৩০ জনের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা দায়ের করেছে পুলিশ।

বিএনপি-জামায়াত, যুবদল ও ছাত্রদলের ৩০ জন নেতা কর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৮০-৮৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

জানা যায়, গত সোমবার (২৭ নভেম্বর) ছাতক শহরের কোর্ট রোড়ের প্রবেশ মুখে অবরোধের সমর্থনে সরকারি-বেসরকারি সম্পদ নষ্ট ও ক্ষতি সাধনের উদ্দেশ্যে টায়ার পুড়িয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় The Special Power Act. ১৯৭৪ এর ১৫(৩) ২৫ উ ধারায় থানায় এস আই ইমরান তালুকদার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন। থানার মামলা নং ১৯/২৮৮ তাং ২৮.১১. ২০২৩ ইং।

এ মামলায় ইসলাম পুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেলকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলায় প্রধান আসামি করা হয়েছে বিএনপির কেন্দ্রিয় সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের হাবিবুর রহমান, মুক্তিরগাঁও গ্রামের বাসিন্দা, সাবেক চেয়ারম্যান নজরুল হক, পৌর সভার তাতিকোনা গ্রামের শাকিব মাহমুদ তালুকদার, বাগবাড়ি গ্রামের সালমান আহমদ, ফকির টিলা গ্রামের সামসুর রহমান বাবুল, কালারুকা ইউনিয়নের জামুরাইল গ্রামের মাসুক মিয়া, তালুকপাড়া গ্রামের মানিক মিয়া, হাসনাবাদ গ্রামের মিজানুর রহমান আমরু, রামপুর মাঝপাড়া গ্রামের সাজ্জাদুর রহমান, নোয়ারাই ইউনিয়নের পাটিবাগ গ্রামের কামাল উদ্দিন, দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া গ্রামের হুমায়ুন আহমদ, দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপার গ্রামের রাকিব আল-মামুন, জাউয়াবাজার ইউনিয়নের খারাই গ্রামের আনোয়ার হোসেন, জাউয়া গ্রামের আবিদুর রহমান, মোগলগাঁও গ্রামের আবু সুফিয়ান, ছৈলা আফজলাবাদ ইউনিয়নের শিব নগর গ্রামের সাজ্জাদ আলী সাজু, বড়চাল গ্রামের সৈয়দ আহমদ কবির, বানারশী গ্রামের এডভোকেট আব্দুল জলিল, মালিকান্দি গ্রামের শামীম আলম নোমান, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সিংগুয়া গ্রামের আতাউল মগনী, বিলপার গ্রামের মেম্বার বিল্লাল মিয়া, বেরাজপুর গ্রামের ইমন আহমদ ইনাম, তকিপুর গ্রামের সজিব আহমেদ রাজন, ফয়সাল আহমদ সুমন, গোবিন্দনগর গ্রামের লায়েক চৌধুরী, এনাম উদ্দিন, সিংচাপইড় ইউনিয়নের কালিপুর গ্রামের গাজী মিল্টন ও এজাহারে মঞ্জুরুল ইসলাম নামের আরো এক ব্যাক্তি রয়েছে।

ছাতক থানার ওসি শাহ আলম এ মামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed