Main Menu

নুরুল আমীন নুরুল শাহ রহ.’র বার্ষিক উরুস শুরু আজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ৩৯নং ওয়ার্ডের টুকেরগাঁওযের গোপাল কেরামত হাজীর বাড়ীস্থ নুরুল আমীন নুরুল শাহ রহ: এর ১৪তম বার্ষিক উরুস মোবারক বৃহস্পতিবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

উরুস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- পবিত্র কুরআন তেলাওয়াত, পবিত্র মাজার শরীফে চাঁদর প্রদান, রাতে খতমে কোরআন। শুক্রবার বাদ ফজর আখেরি মোনাজাত শেষে শিরীন বিতরণ।

নুরুল আমীন নুরুল শাহ’র বার্ষিক উরুস মোবারকে সকল আশেকান, জাকেরানবৃন্দ সহ সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মোতাওয়াল্লী রুহুল আমীন। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed