Main Menu

সিলেটের সুজনের ‘সেলফি ক্লাব’, এ ঝুঁকছে তরুণরা

প্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেইসবুকের মতো একটি প্লাটফর্ম গড়ে তুলেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশের সিলেট বিয়ানীবাজারের তরুণ উদ্যোক্তা সুজন আহমেদ। নাম দিয়েছেন ‘সেলফি ক্লাব’। অনেকেটা ফেইসবুকের আদলে গড়ে তোলা এই প্লাটফর্মে প্রতিদিনই যুক্ত হচ্ছেন বিশ্বের বিভিন্ন ভাষাভাষির তরুণ-তরুণীরা। এখানে ছবি ভিডিও পোস্ট করে ব্যবহারকারীরা আয়েরও সুযোগ পাচ্ছেন। এই প্লাটফর্মের প্রতি নেটিজেনদের আগ্রহ দেখে আশাবাদী এর প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সুজন আহমদ।

যুক্তরাষ্ট্র প্রবাসী সুজন আহমদ এক যুগেরও বেশি সময় ধরে নিউইয়র্কে ‘মীম টিভি’ নামে একটি কমিউনিটি টেলিভিশন পরিচালনা করছেন। এর আগে গড়ে তোলেন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী ‘মিডিয়া এন্টারটেইনমেন্ট এণ্ড ইভেন্ট ম্যানেজমেন্ট’ সংক্ষেপে ‘মীম’। আইপি বক্স এবং স্মার্ট টিভির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা বাংলাদেশিরা ‘মীম টিভি’ দেখতে পান। সুজন আহমদের রয়েছে নিজস্ব ওটিটি প্লাটফর্ম ‘ক্যাবল নেটওয়ার্ক’।

সুজন আহমেদ শখের বশবর্তীতে তথ্য ও যোগাযোগ মাধ্যমের অভ্যন্তরীণ এবং পর্দার পেছনের (ব্যাক এন্ড) তথ্য সম্পর্কে জানতে অনেক বেশি আগ্রহী। এই আগ্রহ থেকেই ৬-৭ মাসের প্রচেষ্টায় তিনি দাঁড় করিয়েছেন ‘সেলফি ক্লাব’।

আলাপচারিতায় তিনি জানান, বন্ধুত্ব তৈরি ও সেলফি তোলা এখনকার তরুণ প্রজন্মের সার্বক্ষণিক শখ। এই শখকে পেশায় রূপান্তরিত করার অনেক ফিচার রয়েছে ‘সেলফি ক্লাবে’। অন্য যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে এর কিছুটা ভিন্নতাও আছে। একজন ব্যবহারকারী এই প্লাটফর্ম ব্যবহার শুরু করলেই পর্যায়ক্রমে তা জানতে পারবেন।

সুজন আহমদ বলছেন, শুধু ব্যক্তিগত তথ্য আদান-প্রদান কিংবা আনন্দ-বিনোদনের জন্য নয়, পণ্য ও প্রতিষ্ঠানের প্রসার ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের। এক্ষেত্রে পৃথিবীর দেশে দেশে অন্যান্য বাণিজ্যের ক্ষেত্রে যেমন বাংলাদেশি প্রতিষ্ঠানের পৃথক বৈশিষ্ট্য রয়েছে ‘সেলফি ক্লাব’ এর ক্ষেত্রেও বিষয়টি তাই হবে। এই প্রতিষ্ঠানটি সমাজ মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চায়। যদিও পৃথিবীর প্রচলিত বহু সংখ্যক ভাষায় এর প্রচ্ছদ পৃষ্ঠা ও সুযোগ-সুবিধার আইকনগুলো সয়ংক্রিয়ভাবে অনুবাদের ব্যবস্থা রয়েছে।

সুজন আহমদের ‘সেলফি ক্লাব’ বর্তমানে অ্যাপ আকারে শুধুমাত্র যুক্ত রয়েছে গুগল প্লে স্টোরে। তবে শীঘ্রই অ্যাপেল এর অ্যাপ স্টোর থেকেও সেলফি ক্লাবের অ্যাপ ডাউনলোড করা যাবে। এখন ওয়েব ব্রাউজারের পাশাপাশি গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার মাধ্যমেও সেলফি ক্লাবে নিবন্ধন করা যাচ্ছে।

‘সেলফি ক্লাব’ এর ওয়েব ঠিকানা: www.selficlub.com

Share





Related News

Comments are Closed