Main Menu

ডোমারে মটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, চালক গ্রেপ্তার

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মটরসাইকেলের ধাক্কায় আহিমন বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রবিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বোড়াগাড়ী বাজার হতে পাগলীমার হাট সড়কের উত্তর মটুকপুর বুদলীরপাড় এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত বৃদ্ধা একই এলাকার মৃত বছির উদ্দিনের স্ত্রী।

ঘটনার পর পরই খবর পেয়ে থানা পুলিশ বোড়াগাড়ী বাজার হতে মটরসাইকেল চালক মিলন ইসলামকে (২৫) আটক করেছে।

এঘটনায় নিহত বৃদ্ধার ছেলে আমিজারন রহমান বাদী হয়ে ডোমার থানায় হত্যা মামলা দায়ের করায় মিলনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মিলন ইসলাম চিলাহাটির হাজিরহাট এলাকার আবুল কালামের ছেলে।

পুলিশ জানায়, রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর মটকপুর বুদলীরপাড় এলাকার ভাংড়ির দোকানের কর্মচারী আহিমন বেগম চা খাওয়ার জন্য রাস্তার বিপরীদ দিকে জাভেদের চায়ের দোকানে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এসময় মটরসাইকেল যোগে মিলন বোড়াগাড়ী বাজার আসার পথে ঘটনাস্থলে ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এলাকাবাসী বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক বৃদ্ধাকে মৃত ঘোষনা করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

Share





Related News

Comments are Closed