এসএসসি-সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু ৩০ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ৩০ অক্টোবর। বিলম্ব ফি ছাড়া ৩০ অক্টোবর শুরু হয়ে এ কার্যক্রম শেষ হবে আগামী ৮ নভেম্বর। আর বিলম্ব ফিসহ ফরম পূরণ চলবে ৯ থেকে ১৩ নভেম্বর।
রোববার (১৫ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশার স্বাক্ষরিত নির্দেশনা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
২০২৪ সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসে প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষার্থীরা (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে নির্দেশনায় জানানো হয়েছে। সব শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়সমূহ এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে।
সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে পাঠাবে। নির্দেশনায় আরও বলা হয়, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী এবং যে সকল পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে তাদের ছাড়া নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক।
Related News
সিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয়ের স্থায়ী সনদ পেলো মেট্রোপলিটন ইউনিভার্সিটি
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৮তম ও সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্থায়ী সনদ পেয়েছে মেট্রোপলিটনRead More
এইচএসসির ফল প্রকাশ ১৫ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৫ অক্টোবর প্রকাশ করাRead More
Comments are Closed