কমলগঞ্জে জননেতা হিজম ইরাবতের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি জাতির নবজাগরণের প্রতীকী পুরুষ ও মণিপুরিদের জাতীয় নেতা জননেতা হিজম ইরাবতের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) ইন্টিগ্রেটেড মণিপুরি এসোসিয়েশন (ইমা) বাংলাদেশ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল (মাঝেরগাঁও) গ্রামে দিনব্যাপী নানা কর্মসুচির অ য়োজন করে। কর্মসুচির মধ্যে ছিল মণিপুরি কমপ্লেক্সে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জননেতা হিজম ইরাবতের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ এবং মণিপুরি কমপ্লেক্স সংলগ্ন শ্রী শ্রী ল²ীনারায়ণ মন্ডপে সংগীতানুষ্ঠান, আলোচনা সভা ও কবিতা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ।
ইন্টিগ্রেটেড মণিপুরি এসোসিয়েশনের (ইমা) চেয়ারম্যান শ্রী অহৈবম রনজিৎ সিংহের সভাপতিত্বে ও ইমা বাংলাদেশ এর নির্বাহী সদস্য কে এইচ সমরেন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা।
বিশেষ অতিথি ছিলেন ইমা বাংলাদেশ এর প্রাক্তন চেয়ারম্যান কবি এ, কে, শেরাম, মণিপুরি তাঁত শিল্পের অন্যতম অগদু‚ত রাধাবতী দেবী প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক প্রহ্লাদ সিংহ, অবসরপ্রাপ্ত শিক্ষক বীরেন্দ্র কুমার সিংহ, কবি শেরাম নিরঞ্জন, কবি রওশন আরা বাঁশি প্রমুখ।
এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক এল রাজকুমার সিংহসহ মণিপুরি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আলোচকেরা জননেতা হিজম ইরাবতের কর্ম-কীর্তি ও সাধারণ মানুষের কল্যাণে তাঁর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
Related News

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শেষ হল মহারাসলীলা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে তুমুল হৈ চৈ, আনন্দ-উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খ ধ্বনির মধ্যRead More

কমলগঞ্জে চা শ্রমিকদের ২৩তম কাত্যায়ানী পূজা সম্পন্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কাত্যায়ানী পূজা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগানের সনাতনী ভক্তবৃন্দের আয়োজনে পুরোRead More
Comments are Closed