ওসমানীনগরে সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে অসংখ্য খানাখন্দ, বৃষ্টিতে মহাসড়ক জুড়ে কাদা, আর রোদে ধুলোবালির জন্য ব্যবসা বাণিজ্যে ব্যাঘাতে অতিষ্ঠ হয়ে মহাসড়ক সম্পূর্ণ সংস্কারের দাবীতে ব্যবসায়ী ও সাধারণ জনতা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা আড়াইটা থেকে থেকে প্রায় সোয়া তিনটা পর্যন্ত পৌনে এক ঘণ্টা উপজেলার গোয়ালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে ব্যবসায়ী জনতা। অবরোধ কালে মহাসড়কের দুদিকে শত শত যাত্রীবাহী যানবাহন আটকা পরে।
এ সময় একজন বিদেশী ভিআইপি অবরোধে আটকা পড়েন তবে পুলিশ এবং অবরোধকারীদের সহযোগিতায় এই বিদেশী অবরোধস্থল থেকে রেহাই পান।
অবরোধ চলাকালে অবরোধকারীরা সড়ক পূর্ণাঙ্গ সংস্কারের দাবীতে নানা ধরণের শ্লোগান দিতেও দেখা যায়।
পরে গোয়ালাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক ও ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিনের অনুরোধ এবং সড়ক ও জনপদ বিভাগের সিলেটের নির্বাহী প্রকৌশলীর সাথে আলাপ করে গোয়ালাবাজার অংশের মহাসড়কে সংস্কারের আশ্বাসে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।
গোয়ালাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক বলেন, গোয়ালাবাজারের বর্তমান চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর (সার্কেল) সহ সংশ্লিষ্টরা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে গোয়ালাবাজারের মহাসড়কের সংস্কারে একটি স্থায়ী পদক্ষেপ নেয়ার আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলীর সাথে আলাপ হয়েছে তিনি শনিবার বিকেল থেকেই গোয়ালাবাজারে মহাসড়ক সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। অবরোধকারীরা আমাদের আশ্বাসে অবরোধ তুলে নেয়।
Related News

আওয়ামী লীগ আবারও বিজয়ী হয়ে সরকার গঠন করবে: পররাষ্ট্রমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হয়ে সরকার গঠন করবেRead More

অবরোধ-হরতাল পালন করতে সিলেট বিএনপির আহবান
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের পদত্যাগের একদফা দাবীতে বুধবার অবরোধ ও বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচিRead More
Comments are Closed