Main Menu

বাংলাদেশে ইন্টারনেটের গতি ভারতের চেয়ে ৭৩ শতাংশ কম

প্রযুক্তি ডেস্ক: ইন্টারনেটের গতিতে ভারতের চেয়ে ৭৩ শতাংশ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, নিরাপদ ইন্টারনেটের সূচকেও প্রতিবেশী দেশটির চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

নেদারল্যান্ডসভিত্তিক বহুজাতিক কোম্পানি সার্ফশার্কের ডিজিটাল কোয়ালিটি লাইফ (ডিকিউএল) সূচকে এ তথ্য জানা গেছে।

সূচক অনুযায়ী, বাংলাদেশের ফিক্সড ইন্টারনেটের গড় গতি ৫৩ মেগাবাইট পার সেকেন্ড (এমবিপিএস) এবং মোবাইল ইন্টারনেটের গড় গতি মাত্র ২০ এমবিপিএস। উভয় মাধ্যমে গড়ে বাংলাদেশের চেয়ে ৭৩ শতাংশ এগিয়ে রয়েছে ভারত।

এ ছাড়া সার্ফশার্কের নিরাপদ ইন্টানেটের সূচকেও ভারতের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। নিরাপদ ইন্টারনেটের সূচকে বিশ্বের ১২১টি দেশের মধ্যে ভারতের অবস্থান ৬৬তম এবং বাংলাদেশের অবস্থান ৬৭তম।

সূচকে ফিক্সড ইন্টারনেটের গতিতে শীর্ষে অবস্থান করছে সিঙ্গাপুর। দেশটিতে ফিক্সড ইন্টারনেটের গতি ৩০০ এমপিবিএস। আর মোবাইল ইন্টারনেটের গতিতে শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে মোবাইল ইন্টারনেটের গতি ৩১০ এমবিপিএস।

সূচকে সবার শেষে অবস্থান করা দেশটির নাম ভেনেজুয়েলা। দেশটিতে মোবাইল ইন্টারনেটের গতি মাত্র ১০ এমবিপিএস।

সার্ফশার্কের তথ্য অনুযায়ী, গত এক বছরে বাংলাদেশের ফিক্সড ইন্টারনেটের গতি ৪১ শতাংশ এবং মোবাইল ইন্টারনেটের গতি ২৩ শতাংশ বেড়েছে। এরপরও বাংলাদেশে বর্তমানে ইন্টারনেটের গতি পাওয়া যায় তা বৈশ্বিক গড় গতির চেয়ে ৫ শতাংশ কম।

Share





Related News

Comments are Closed