একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) থেকে করতে পারবে শিক্ষার্থীরা। আগামী বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত আবেদন করা যাবে।
শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd) ঢুকে আবেদন করতে পারবেন। মোবাইল ব্যাংকিংয়ে ১৫০ টাকা ফি পরিশোধ করতে হবে।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী প্রথম ধাপে কলেজে ভর্তির আবেদন করেনি, তারা দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করতে পারবে। একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন ১২ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্য করতে পারবে শিক্ষার্থীরা। দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। এ ধাপে ১৭ ও ১৮ সেপ্টেম্বর প্রাথমিক নিশ্চায়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে ভর্তির আবেদনের সময়ও একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে দিতে পারবেন। তাছাড়া আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে। এর ফল প্রকাশ করা হবে ৩ সেপ্টেম্বর। আর ২৪ ও ২৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে।
একাদশ শ্রেণিতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ভর্তি শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত চলবে। আর ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।
Related News

এসএসসিতে সিলেট বোর্ডে প্রথম দিব্যজ্যোতি
বৈশাখী নিউজ ডেস্ক: এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে সিলেট বিভাগে প্রথম স্থান অর্জন করেছে দিব্যজ্যোতি গোস্বামীRead More

এসএসসিতে ১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গত বছরেরRead More
Comments are Closed