জৈন্তাপুরে গাড়ির ধাক্কায় পথচারী বৃদ্ধ নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে ক্যারিকাব গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুরের করিচেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লোকমান আহমদ (৭০) জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল দক্ষিন গ্রামের এনায়েত উল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ক্যারিকাব গাড়িতে (সিলেট-ছ-১১-১৭৩৬) ভারতীয় অবৈধ চিনি ছিলো। এজন্য গাড়িটি দ্রুত গতিতে চলছিল। এ সময় সড়কের পাশে থাকা লোকমান আহমদকে ধাক্কা দিয়ে গাড়িটি চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ দুঘর্টনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের আত্মীয় স্বজন ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের জন্য আবেদন করেছেন। এর প্রেক্ষিতে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Related News

সিলেটে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ থানাধীন চকগ্রাম থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবারRead More

ভ্যাট প্রদানের স্বীকৃতি পেল লাফার্জহোলসিম বাংলাদেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে উৎসে ভ্যাট কর্তনের জন্য স্বীকৃতি পেয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। রোববারRead More
Comments are Closed