Main Menu

কোম্পানীগঞ্জের ধলাই নদীতে পাথর বোঝাই নৌকা ডুুবে নিখোঁজ ১

কোম্পানীগঞ্জ সংবাদদাতা: সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ জিরো পয়েন্টে রাতের আঁধারে চীপ পাথর বোঝাই নৌকা ডুবে অফিক মিয়া (৪৩) নামের এক পাথর শ্রমিক নিখোঁজ রয়েছেন ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে টহলরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে ভোলাগঞ্জ জিরো পয়েন্টে ১২৫১ পিলারের কাছে অফিক মিয়াসহ ৪ শ্রমিক চীপ পাথর তুলতে যান। নৌকা বোঝাই করার পর নদীতে প্রবল স্রোত থাকার কারনে ও অতিরিক্ত তাড়াহুড়া করতে গিয়ে ১২৫১ পিলারের পাশে এসেই পাথর বোঝাই নৌকাটি ডুবে যায়। তখন তার সাথে থাকা অন্য ৩ শ্রমিক সাঁতরে উঠলেও তিনি এখনো নিখোঁজ রয়েছেন।

তিনি উপজেলার কালীবাড়ি গ্রামের মৃত মুহিবুর রহমানের পুত্র। নিখোঁজ অফিক মিয়া ৭ সন্তানের জনক।

শনিবার সকাল ৯টা পর্যন্ত তার আত্মীয় স্বজন ও কোম্পানীগঞ্জ থানাপুলিশ অনেক খোঁজাখুঁজি করার পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়।

তিনি জানান, স্থানীয় বাসিন্দা, থানাপুলিশ ও বিজিবির সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। নিখোঁজ অফিক মিয়ার সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed