পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতিতে যোগ হয়েছে বাদাম চাষাবাদ
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতিতে যোগ হয়েছে বাদাম চাষাবাদ ।জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলার পতিত ও বালুয়াড়ী মাটিতে এলাকার কৃষকরা নিজ উদ্যোগে বাদাম চাষ করে কৃষিক্ষেত্রে নতুন অর্থনৈতিক সম্ভাবনার সৃষ্টি করেছে ।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে.এ বছর এ দুই উপজেলায় প্রায় ৫০০০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে । ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে রোপণকৃত বাদাম ইতোমধ্যে উত্তোলন করেছে কৃষকরা,অনেক কৃষক দাম বৃদ্ধির আশায় ঘরে তুলে রেখেছে। ফসল সংগ্রহের আগে বৃষ্টিপাতে বাদামের উৎপাদন কিছুটা ব্যাহত হলেও এবারে বাদামের ফলন ভালো হয়েছে বলে বাদাম চাষীরা আশান্মিত হয়েছে ।
এবছর বাদামের বাম্পার ফলন হয়েছে বোদা ও দেবীগঞ্জ উপজেলার গ্রামীণ কৃষিক্ষেত গুলোতে ।পরিমিত পরিচর্যা ও সুষ্ঠু রক্ষনাবেক্ষণের মাধ্যমে এ বছর চাষীরা বিঘা প্রতি সর্ব্বোচ ৮ থেকে ১০ মণ ফলন পেয়েছে । প্রতি মণ ৩৫০০-৪৫০০ টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে।
বাজারে বাদামের আশানুরুপ দাম ও চাহিদা থাকায় চাষীরা বাদাম উৎপাদনের দিকে এবার ঝুঁকছেও বেশী ।এলাকার উৎপাদিত বাদাম স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে চালান হচ্ছে ।
অপর দিকে বাদাম সংগ্রহের পর পরিত্যক্ত অংশ উন্নতমানের জৈব সার হিসেবে জমিতে ব্যবহার হওয়ায় কৃষকদের পরবর্তী ফসল উৎপাদনের ব্যয় কমে আসছে ।
দেশের এ জনপদের গ্রামীণ অর্থনীতিতে চাষীদের স্বয়ং সম্পূর্ণ করতে হলে কৃষি বিভাগের সহযোগীতায় ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে কৃষকদের উৎপাদিত এ ফসলের ন্যয্যমূল্য নিশ্চিতকরণসহ এ এলাকায় বাদাম তৈল উৎপাদনের শিল্প গড়ে তুললে কৃষকরা আরো বেশী বাদাম চাষে আগ্রহী হবে বলে পর্যবেক্ষকরা মনে করেন ।
Related News
গত দুইদিনের বৃষ্টিতে সতেজতা ফিরেছে আমনক্ষেতে
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জেলায় ভাদ্র মাসের শেষে ও আশির্^নের শুরুতে বৃষ্টিRead More
সিলেটে কৃষি ক্ষেত্রে এআইপি সম্মাননা ২০২১ পেলেন মোঃ সিরাজুল ইসলাম
বৈশাখী নিউজ ডেস্ক: কৃষি ক্ষেত্রে সিলেট বিভাগ থেকে এক মাত্র এআইপি সম্মাননা ২০২১ পেলেন ফলচাষীRead More
Comments are Closed