সিলেট বিভাগীয় সাহিত্য মেলা ৩ ও ৪ জুন

বৈশাখী নিউজ ডেস্ক: তৃণমূল পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে আগামী ৩ ও ৪ জুন সিলেট বিভাগীয় সাহিত্য মেলা।
বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেটের ব্যবস্থাপনায়, বাংলা একাডেমির সমন্বয়ে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এর আয়োজন করা হচ্ছে।
দুই দিনব্যাপী সিলেট বিভাগীয় সাহিত্য মেলা মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। প্রধান বক্তা হিসেবে থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা। সভাপতিত্ব করবেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন।
সিলেট বিভাগীয় সাহিত্য মেলার কর্মসূচিতে রয়েছে প্রথম দিন সকাল সাড়ে ১০টায় উদ্বোধন, দুপুর আড়াইটায় ‘প্রবন্ধ পাঠ ও আলোচনা’ এবং দ্বিতীয় দিন সকাল সাড়ে ১০ টায় ‘কবিতা, ছড়া, নাটক, গল্প’ ইত্যাদি থেকে পাঠ, বিকেল ৪টায় ‘লেখালেখির গল্প’।
এছাড়া প্রতিদিন বিকেল সাড়ে ৫টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি
Related News

৯ ডিসেম্বর দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের র্যালি ও সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মাসিক এক সভা গত ২৮Read More

দ্বাদশ সংসদ নির্বাচন স্থগিতের দাবী জানিয়েছে সিলটি পাঞ্চায়িত
বৈশাখী নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের দাবী জানিয়েছে সিলেট বিভাগ ভিত্তিক রাজনৈতিক সংগঠনRead More
Comments are Closed