Main Menu

গুয়াহাটিতে সড়ক দুর্ঘটনায় ৭ কলেজ ছাত্র নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুয়াহাটিতে সড়ক দুর্ঘটনায় সাত ছাত্র নিহত হয়েছেন। নিহতরা আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র বলে জানা গেছে।

রোববার (২৮ মে) গভীর রাতে গুয়াহাটির জালুকবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশের এক কর্মকর্তা জানান, রোববার রাতে আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ১০ ছাত্র একটি গাড়িতে করে কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়। প্রথমে তাদের দ্রুতগামী গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা দেয় তারপর শহরের জালুকবাড়ি এলাকায় একটি পিক-আপ ভ্যানের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।

তিনি বলেন, ঘটনাস্থলেই সাত ছাত্র মারা যান। তিনজনকে গুরুতর অবস্থায় গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

Share





Related News

Comments are Closed