সিলেটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ থানাধীন পীরেরবাজার এলাকা থেকে সাকিনুর বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২১ মে) সকাল নয়টার দিকে শাহপরাণ থানাধীন পীরেরবাজারস্থ সিরাজ মেম্বারের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে শাহপরাণ থানা পুলিশ।
নিহত সাকিনুর সিলেটের জৈন্তাপুর উপজেলার চতুর গ্রামের বাসিন্দা। তিনি তার স্বামী সিএনজি চালিত অটোরিকশা চালক রোমান মিয়াকে নিয়ে পীরেরবাজার এলাকার সিরাজ মেম্বারের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে অনেক ডাকাডাকির পরেও সাড়াশব্দ না পাওয়ায় রোমান মিয়া পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বন্ধ দরজা ভেঙে সাকিনুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News

সিলেটে বালুর ট্রাক থেকে ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: অভিনব পন্থায় ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা সাড়ে সাত টন চিনি নেওয়াRead More

সিলেটে ১৫ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরান (রহ.) থানাধীন খাদিমনগর রুস্তমপুর আবাসিক এলাকা থেকে জালিজ মাহমুদ সিয়ামRead More
Comments are Closed