কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মছব্বির, সম্পাদক সুমন

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা রোববার (১৪ মে) দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র সাংবাদিক এম মছব্বির আলী সভাপতিত্বে ও সাংবাদিক মাহফুজ শাকিলের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে এম মছব্বির আলী (দি নিউ নেশন) কে সভাপতি, শাহ সুমন (আজকের পত্রিকা) কে সাধারণ সম্পাদক ও মাহফুজ শাকিল (কালের কণ্ঠ) কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে আগামী দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ছয়ফুল আলম সাইফুল (দৈনিক তৃতীয় মাত্রা), যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল ( দৈনিক আজকের দর্পণ) ও একেএম জাবের (ফিন্যান্সিয়াল পোস্ট), সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন (কালবেলা), দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মামুন (দৈনিক দেশের কণ্ঠ), কোষাধ্যক্ষ আজহার মুনিম শাফিন (সাপ্তাহিক সীমান্তের ডাক), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান আল মাহমুদ রাজু (দৈনিক মৌমাছি কণ্ঠ), প্রচার সম্পাদক তানিম ইকবাল চৌধুরী ( কেবিসি নিউজ) , তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিফতা আহমদ রাফি (সাপ্তাহিক আমার কুলাউড়া)।
নির্বাহী সদস্যরা হলেন মিন্টু দেশোয়ারা (ডেইলি স্টার), সৈয়দ আশফাক তানভীর (সমকাল), একেএম তাহিরুল হক (নতুন সংবাদ), এম এ জলিল (বার্তালোক)। সদস্যরা হলেন- বিকাশ মল্লিক (স্বদেশমেইল), সাইফুল ইসলাম সিদ্দিকী (জালালাবাদ ভিউ টোয়েন্টিফোর), বশির আল ফেরদৌস (নতুন সংবাদ), কাওসার আহমদ (সাপ্তাহিক বার্তা বিচিত্রা) মোঃ ইব্রাহীম আলী (কুলাউড়ার বার্তা)।
Related News

আগুনে ঘর হারানো সাংবাদিক আশরাফের পাশে সিলেট জেলা প্রেসক্লাব
বৈশাখী নিউজ ডেস্ক: আগুনে পুড়ে যাওয়া বসতভিটায় দাঁড়িয়ে সিলেট জেলা প্রেসক্লাবের ‘ভালোবাসার সহায়তা’ তুলে দেওয়াRead More

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মছব্বির, সম্পাদক সুমন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা রোববার (১৪Read More
Comments are Closed